TUI AMAR LYRICS (তুই আমার) - Rupak Tiary | Maradonar Juto Songs
Tui Amar Lyrics by Rupak Tiary From Maradonar Juto Songs
![]() |
তুই আমার লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Tui Amar
◉ Singer : Rupak Tiary
◉ Lyrics : Prasen
◉ Music : Savvy
◉ Label : SVF Music
◉ Release Date : May 1, 2021
TUI AMAR BY RUPAK TIARY
TUI AMAR LYRICS RUPAK TIARY
তুই তুই তুই হয়ে যা না,
ঘুমপাড়ানি কোন এক নিরালা।
তুই তুই তুই হয়ে যা না,
রাত্রি জাগা কোন সুর লাগামছাড়া।
পুড়ে নিতে আমি জানি
তোর আগুনেড় আবছায়ায়।
এমনিতেও অভিমানি
তোর কাজলেরা চোখে পাতায়।
সব মিলিয়ে বুঝি ফেলি,
তুই আমার।
তুই তুই তুই হয়ে যা না,
ঘুমপাড়ানি কোন এক নিরালা।
পেন পেন্সিলের খুনসুটি গুলো,
যদি তোর মনে থাকে,
এই তো সেদিনের রুপকথারা আজ
হাতছানি দিয়ে ডাকে।
মিথ্যে খেলাঘর,
সাজিয়েছে বেশ,
আমাদের ইচ্ছেগুলো।
সত্যি আর ভুলে,
বোঝাবুঝি সব,
শেষপথে জলে গেলো।
সব মিলিয়ে বুঝছি আমি
হতচ্ছাড়া।
তুই তুই তুই হয়ে যা না,
সব মিলিয়ে বুঝছি আমি হতচ্ছাড়া,
সব মিলিয়ে বুঝছি আমি হতচ্ছাড়া,
সব মিলিয়ে বুঝছি আমি হতচ্ছাড়া।
][সমাপ্ত][
আপনার জন্য আরও কিছু অসাধারন গানঃ
বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে শুধুমাত্র আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন। প্রতিটি গানের লিরিক্স আমরা অত্যন্ত সতর্কতার সাথে প্রকাশ করি। আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনাদের এইটুকু সাহায্য প্রয়োজন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box