Oviman Lyrics (অভিমান) - Shiekh Sadi | Bangla New Song 2021
Oviman Mp3 Song Lyrics by Sheikh Sadi
![]() |
Oviman By Shiekh Sadi |
SONG CREDITS :
◉ Song : Oviman
◉ Singer : Shiekh Sadi
◉ Lyrics : Shiekh Sadi
◉ Music : Alvee Al Berunee
◉ Label : Dhruba Music Station
◉ Release Date : May 4, 2021
OVIMAN BY SHIEKH SADI FULL SONG
OVIMAN SONG BY SHIEKH SADI LYRICS
আমি তোমাতে শুধু ঘুরপাক খাই,
ভুল করেও ভুলতে পারি নাই।
হঠাৎ আছো, হঠাৎ নাই,
শুন্য কবিতা খালি পুরোটাই।
তুমি নাই তাই বলে লেখা হলো না,
জোছনার আলো দেখা হলো না।
এসেছিলে, চলে গেলে,
না বলা কথা সবটা ফেলে।
এসেছিলে, চলে গেলে,
না বলা কথা সবটা ফেলে।
তুমি তুমি আর নয় ভেবেছি বেশ,
ভুলে যাবো তোমায় রবে না রেশ।
তবু কোন মোহ বেঁধে রাখে,
দূরে থেকেও কাছে থাকে।
ভুলত্রুটি সবই মোর মেনে নিতে রাজি,
খুব করে বকে দিয়ো শুনে নেবো সবই।
তবু তুমি পাশে নেই এই প্রহলয়,
অভিমান মুখোমুখি কাঁদি আড়ালে।
তুমি নাই তাই বলে লেখা হলো না,
জোছনার আলো দেখা হলো না।
এসেছিলে, চলে গেলে,
না বলা কথা সবটা ফেলে।
এসেছিলে, চলে গেলে,
না বলা কথা সবটা ফেলে।
][সমাপ্ত][
শেখ সাদির গাওয়া এই গানগুলো শুনেছেন কি?
বাংলা নতুন এবং পুরাতন গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করুন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box