Ek Dekhay Lyrics (এক দেখায়) - Imran Mahmudul & Porshi | New Bangla Song 2021
Ek Dekhay Mp3 Song Lyrics by Imran And Porshi
![]() |
এক দেখায় লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Ek Dekhay
◉ Singer : Imran Mahmudul & Porshi
◉ Lyrics : Snahashish Ghosh
◉ Music : Imran Mahmudul
◉ Label : Central Music and Video [CMV]
◉ Release Date : May 5, 2021
Ek Dekhay Music Video
Ek Dekhay Lyrics Imran Porshi
এই মন গলে পরেছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়।
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়।
সুখ বলে কিছু থাকে যদি
এই পৃথিবীতে,
তার সবই যেন আছে তোর ঐ
চোখের মণিতে।
এই মন গলে পরেছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়।
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়।
তোর হাসি থেকে যেন
মুক্ত ঝরে পরে,
তোর মায়া ভরা মুখটা
খুব যে মনে ধরে।
মন কেন জানি তোকে
চিনেছে ভীষণ,
তুই ছাড়া লাগে না আর
কাউকে আপন।
এই মন গলে পরেছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়।
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়।
রাত জাগা স্বপনে আজ
ঘুমটা গেছে চলে,
মন সারাক্ষণই শুধু
তোর কথা যে বলে।
হাতে হাত রেখে তোকে
বলছি যে শোন,
আগলে রবো যে তোকে
সারাজীবন।
এই মন গলে পরেছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়।
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়।
][সমাপ্ত][
ইমরানের কন্ঠে এই গানগুলো শুনেছেন কি?
বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। প্রতিটি গানের লিরিক্স আমরা অত্যান্ত সতর্কতার সাথে প্রকাশ করি যাতে গানের কথার বিকৃত না ঘটে।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box