Haa Tui Lyrics (হ্যাঁ তুই) - Jisan Khan Shuvo
HAA TUI MP3 SONG LYRICS BY JISAN KHAN SHUVO
![]() |
হ্যা তুই (জিসান খান শুভ) লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Haa Tui
◉ Singer : Jisan Khan Shuvo
◉ Lyrics : Jisan Khan Shuvo
◉ Music : Amzad Hossain
◉ Label : Dhruba Music Station
◉ Release Date : May 5, 2021
HAA TUI MUSIC VIDEO BY JISAN KHAN SHUVO
HAA TUI SONG LYRICS JISAN KHAN SHUVO
দেখলে তোকে অবাক চোখে,
কোন সে মায়া আমায় ডাকে,
সারাটাক্ষণ মন উচানটন তোর ভাবনায়।
মনের পাড়ায় ডাকাডাকি,
তোরই ছবি আঁকাআঁকি,
এক সাথে দুজনাতে চলনা হারাই।
দেখলে তোকে অবাক চোখে,
কোন সে মায়া আমায় ডাকে,
সারাটাক্ষণ মন উচানটন তোর ভাবনায়।
মনের পাড়ায় ডাকাডাকি,
তোরই ছবি আঁকাআঁকি,
এক সাথে দুজনাতে চলনা হারাই।
হ্যাঁ তুই , হ্যাঁ তুই
এই জীবনের মানে।
তোকে নিয়ে কত স্বপ্ন
এই হৃদয়ে বুনে। - [ ২ বার ]
শহর ছেড়ে বহুদুরে,
ছোট্ট একটা কুঁড়েঘরে
তুই আর আমি থাকবো দুজনায়।
ভোরের শিশির হাতে নিয়ে
তোকে আমি দেবো ছুঁয়ে,
তুই মিশে যা না আমার ভাবনায়।
হ্যাঁ তুই , হ্যাঁ তুই
এই জীবনের মানে।
তোকে নিয়ে কত স্বপ্ন
এই হৃদয়ে বুনে। - [ ২ বার ]
ফেরারি মন চায় তোকে,
কোথায় যাবি একা রেখে?
তোকে ছাড়া আমি অসহায়।
তুই ছাড়া আমি মিছে,
কি আর হবে একা বেঁচে?
যদি তোকে পাশে না পাই।
হ্যাঁ তুই , হ্যাঁ তুই
এই জীবনের মানে।
তোকে নিয়ে কত স্বপ্ন
এই হৃদয়ে বুনে। - [ ২ বার ]
][সমাপ্ত][
জিসান খান শুভর এই গানগুলো শুনেছেন কি?
বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। প্রতিটি গানের লিরিক্স আমরা অত্যান্ত সতর্কতার সাথে প্রকাশ করি যাতে গানের কথার বিকৃত না ঘটে।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box