Chandni Raite Nirojone Lyrics - Fazlur Rahman Babu & Meher Afroz Shaon
Chandni Raite Nirojone Mp3 Song Lyrics by Fazlur Rahman Babu and Meher Afroz Shaon
![]() |
চাঁদনী রাইতে নিরজনে লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Chandni Raite Nirojone
◉ Singer : Fazlur Rahman Babu & Meher Afroz Shaon
◉ Lyrics : Jahirul Islam Badal
◉ Music : A H Turjo
◉ Label : Urvashi Forum
◉ Release Date : May 12, 2021
CHANDNI RAITE NIROJONE FULL SONG
CHANDNI RAITE NIROJONE LYRICS IN BANGLA
চাঁদনী রাইতে নিরজনে
আইসো সখা সংগোপনে
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে।
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে।
কী যে কথা আমার সনে
আইমু সখী নিরজনে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।
কত কথার বীজ বুনেছি
মনের জমিতে
কত স্বপন যায় গো বইয়া
বুকের নদীতে। - [ ২ বার ]
আইমু সখী হইবো দেখা
আকুল নয়ন ভরিতে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।
বাপ-মায়ের আদর-সোহাগ
হইয়া গেছে লীন
পাড়াপড়শীর জ্বালায় এখন
জ্বলছি নিশিদিন। - [ ২ বার ]
তোমার সঙ্গে কইমু কথা
দুঃখের জ্বালা জুড়াইতে
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে।
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।
আকাশেতে ডাকলে মেঘা
মনটা কেমন করে
বিরহী মোর অন্তর তখন
তোমায় খুঁজে মরে। - [ ২ বার ]
তোমায় যদি না পাই সখী
যাইমু কিন্তু মরিতে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।
কিগো খানাপিনা কই???
পালাগাইয়ের দুধের ছানা
চালুন ভাজা খই,
আরও আছে শিকায় তোলা
গামছাপাতা দই। - [ ২ বার ]
ধীরে ধীরে খাইবা সখা
কথার ফোঁড়ন কাটিতে
ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে।
ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে।
কী যে কথা আমার সনে
আইমু সখী নিরজনে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।
চাঁদনী রাইতে নিরজনে
আইসো সখা সংগোপনে
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে।
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে।
কী যে কথা আমার সনে
আইমু সখী নিরজনে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে।
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box