Shurjo ( সূর্য ) Bangla Lyrics - Arbovirus | Bishesh Droshtobyo ( 2017 )

SHURJO BY ARBOVIRUS MP3 SONG LYRICS : 

Shurjo-By-Arbovirus-Bangla-Lyrics
সূর্য ( আরভোভাইরাস )  লিরিক্স 

SHURJO LYRICS BY ARBOVIRUS : Presenting '' SHURJO '' Song By Arbovirus Lyrics In Bangla.Here Is the Official of the track "School" Lyrics from the album "Bishesh Droshtobyo".





SONG CREDITS [ SHURJO ( Arbovirus ) ] :
Band :  Arbovirus
Album :  Bishesh Droshtobyo ( 2017 )


                                    [ এই এ্যালবামের সবগুলো গানের লিরিক্স পেতে ক্লিক করুন ] 


SHURJO ( ARBOVIRUS ) LYRICS IN BANGLA :

এখনি আকাশ ভেঙ্গে নামবে আলো
তাই শেষ রাত স্বপ্নে বিভোর
আধো ঘুমে আর আধো জেগে 
আড়ি পাতি আমরা কজনা । 

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ । 

এখনও ঘুমিয়ে শহর তাই 
নবজাত আলো নীরবে আসে
কান পাতে শূন্য রাজপথ 
কোলাহল নেই বলে তার স্বতঃস্ফূর্ততা । 

এখনও আমাদের ভেতরের মানুষগুলো
জেগে ওঠেনি বলে আমরা আরও কিছুক্ষণ নিষ্পাপ । 

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ । 

উঁচু দালানের উঁচু জানালায়
অথবা অবহেলায় আধখানা মানুষ
সবাই সমান রোদের কাছে
কেউ আর এখানে দূরের নয় । 

আজ না হয় ছুটি নিজের কাছে 
আজ রোদে ডুবে যাক সব  
আজ না হয় সব পালটে বোকাদের জয় । 
আজ না হয় যাবো ভুলে সব
আজ না হয় সবার শৈশব
আজ একটা দিন শুধুই আমাদের । 

আলোর দিকে তাকিয়ে প্রার্থনা
জয় হোক
জয় হোক সত্যের
জয় হোক আলোকিত মানুষের । 

আমরা আরও কিছুক্ষণ আলোর সন্তান । 

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ । 

এখনও ঘুমিয়ে শহর তাই 
তার স্বপ্নে আমাদের বিচরণ । 

][ সমাপ্ত ][ 


:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 


আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.