Nilam ( নিলাম ) Bangla Lyrics - Arbovirus | Bishesh Droshtobyo ( 2017 )


NILAM BY ARBOVIRUS MP3 SONG LYRICS : 


Nilam-By-Arbovirus-Full=Mp3-Song-Lyrics
নিলাম ( আরভোভাইরাস ) লিরিক্স 
NILAM LYRICS BY ARBOVIRUS :  Presenting '' Nilam '' Song By Arbovirus Lyrics In Bangla.Here Is the Official of the track "School" Lyrics from the album "Bishesh Droshtobyo".






SONG CREDITS [ NILAM ( Arbovirus ) ] :
Band :  Arbovirus
Album :  Bishesh Droshtobyo ( 2017 )




                                    [ এই এ্যালবামের সবগুলো গানের লিরিক্স পেতে ক্লিক করুন ] 


NILAM  ( ARBOVIRUS ) LYRICS IN BANGLA :



(
মাইক্রোফোন টেস্টিং)
- এখানে নিলামে বিক্রি হবে প্রোপাগান্ডা
- কত দিবেন আপনে
- যেমনে চান তেমনে
- রাজা, পুরোহিত, সওদাগর বা সেনাপতি - যে যেমনে আছে, তেমনেই থাকবে
আজ বিক্রি হবে সার্বভৌমত্বের কিছুটা
নিলাম শুরু দেড় বিলিয়ন ডলার থিকা
দেড় বিলিয়ন ডলার । 

সত্য কি তাতে কি আসে যায় যখন আমরা গল্পের অপেক্ষায় 
চারকোনা বাক্সে কালো আয়নায় বিভোর আমরা রূপকথায় । 

ডানে যাও, বামে থামো, আরামে দাঁড়াও
আধুনিক দাসত্বে সমর্পণ
ঘুমোতে যাও জেগে ওঠো কাজ করো ক্লান্ত হও
অজ্ঞতায় খুঁজে পাবে সুখ । 

আমাদের প্রতিবাদ কোন আঁচড় কাটেনা
আমাদের কথা হারিয়ে যায় । 

ফিসফিসিয়ে বলো যদি কেউ শুনে যায়
সাহস সেতো শুধুই কলমের খোঁচায় । 

কি হচ্ছে আর কি হতে পারে, সেই তর্কের শুরুটা ভুলে যাই
আর আমরা চা এর কাপে তুলি ঝড়
পর্দার ওপারে ওরা জিতে যায় । 

ডানে যাও, বামে থামো, আরামে দাঁড়াও
আধুনিক দাসত্বে সমর্পণ 
ঘুমোতে যাও জেগে ওঠো কাজ করো ক্লান্ত হও
অজ্ঞতায় খুঁজে পাবে সুখ

আমাদের প্রতিবাদ কোন আঁচড় কাটেনা
আমাদের কথা হারিয়ে যায় । 

তো কি দিয়া কিনবা?
অস্ত্র, বিশ্বাস, ত্যাল, জল
যেমনে ইচ্ছা কিনো, আমার ট্যাকা পাইলেই হয়
নিলামে যে বেশি দিবা - আমি তোমার 
প্রতিবাদের গুষ্টি কিলাই
দুই দিন চাপা কচলাইয়া শাউওার পো রা চুপ মারবো


সত্য কি তাতে কি আসে যায় যখন আমরা গল্পের অপেক্ষায় 
চারকোনা বাক্সে কালো আয়নায় বিভোর আমরা রূপকথায়

আমাদের প্রতিবাদ কোন আঁচড় কাটেনা

আমাদের কথা হারিয়ে যায় । - [ ২ বার ] 

][সমাপ্ত ][ 


:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 


আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.