Tomar Gaan ( তোমার গান ) Bangla Lyrics - Arbovirus | Bishesh Droshtobyo ( 2017 )
TOMAR GAAN BY ARBOVIRUS MP3 SONG LYRICS :
TOMAR GAAN LYRICS BY ARBOVIRUS : Presenting '' Tomar Gaan '' Song By Arbovirus Lyrics In Bangla.Here Is the Official of the track "Tomar Gaan " Lyrics from the album "Bishesh Droshtobyo".
SONG CREDITS [ TOMAR GAAN ( ARBOVIRUS ) :
Band : ARBOVIRUS
Album : Bishesh Droshtobyo ( 2017 )
[ এই এ্যালবামের সবগুলো গানের লিরিক্স পেতে ক্লিক করুন ]
TOMAR GAAN ( ARBOVIRUS ) LYRICS IN BANGLA :
তোমার গান ( আরভোভাইরাস ) লিরিক্স |
SONG CREDITS [ TOMAR GAAN ( ARBOVIRUS ) :
Band : ARBOVIRUS
Album : Bishesh Droshtobyo ( 2017 )
[ এই এ্যালবামের সবগুলো গানের লিরিক্স পেতে ক্লিক করুন ]
TOMAR GAAN ( ARBOVIRUS ) LYRICS IN BANGLA :
এই
অট্টালিকার ভিড়ে
কুৎসিত
কথার বিচরণে
আমাদের
বেশ চলে যায় চলে যায় ।
ফাঁকি
দেয়া এক চিলতে রোদ
যার
নেয়না কেউ কখনও খোজ
তোমার
কপালে চুমু আঁকে
আঁকে রোজ
সে চেনে
তোমাকে
তোমার
নেই কিছু লুকোবার
আর আমি
প্রার্থনা করি তোমার জন্যে ।
কত ভুল
হাতড়ে খুঁজেছি
কতবার পথ
হারিয়েছি
আলো
ছোঁয়ার অপেক্ষায়
আলো যখন
পেয়েছি তখন ভেবেছি কোথায় অন্ধকার
সে ছিল
যেন আপন
একান্তই
আমার ।
পাঁজরের
মাঝে যত্নে
বেড়ে
ওঠা শূন্যতা
তাকে
মুক্ত দেয়ার হয়নি সাহস ।
তাই তোমাকে
তোমাকে
পেয়ে ভেঙ্গে ফেলার ভয় ।
উড়ে যাও
ডানা মেলে...
উড়ে যাও
ডানা মেলে ।
][ সমাপ্ত ][
:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।