Ektu Beshi Okaron ( একটু বেশি অকারন ) Bangla Lyrics - Tahsin Ahmed | Bengali Song 2017
EKTU BESHI OKARON BY TAHSIN AHMED FULL MP3 SONG LYRICS IN BANGLA :
একটু বেশি অকারন ( তাহসিন আহমেদ ) লিরিক্স |
SONG CREDITS :
Song : Ektu Beshi Okron
Singer : Tahsin Ahmed & Nusrat Chowdhury
Lyric : Anwar Hossain Ador
Tune : Tahsin Ahmed
Music : Tahsin Ahmed
Drama :
Label : Cd Choice
Cast : Mithila & Apurba
Director : Mizanur Rahman Aryan
][ EKTU BESHI OKARON BENGALI SONG LYRICS IN BANGLA ][
তোমার চোখে রাখলে দুচোখ ,
বুকের ভেতরে চমক ।
আর কিছু যায় না বলা,
এটা হয় যদি প্রেম হোক ।
আমার কাছে আটকে পরার ,
খাটে না কোন কৌশল ।
অনুভূতি রাখছে তোমায় ,
হউ হৃদয়ের সম্বল ।
আকাশ লাগে ভালো যখন ,
একটু বেশি অকারন ।
তখনি কি বুঝে নেবো ,
আবেগে ডুবছে মন ।
বিকেলটা লাগে ভালো যখন ,
একটু বেশি অকারন ।
তখনি কি বুঝে নেবো ,
খুঁজেছে তোমায় মন ।
একলা কোন পথ অচেনা
আনমনে হেটে যাই ,
ভাবনা গুলো সব কেন যে
তোমায় নিয়ে সাজাই ।
হচ্ছেটা কি জানতে চাইনি ,
নেই কোন উত্তর ।
পাচ্ছি তবু টের কথাও
যেন মনটা নিচ্ছে মন ।
আকাশ লাগে ভালো যখন ,
একটু বেশি অকারন ।
তখনি কি বুঝে নেবো ,
আবেগে ডুবছে মন ।
বিকেল লাগে ভালো যখন ,
একটু বেশি অকারন ।
তখনি কি বুঝে নেবো ,
খুঁজেছে তোমায় মন ।
তোমার চোখে রাখলে দুচোখ ,
বুকের ভেতরে চমক ।
আর কিছু যায় না বলা,
এটা হয় যদি প্রেম হোক ।
আমার কাছে আটকে পরার ,
খাটে না কোন কৌশল ।
অনুভূতি রাখছে তোমায় ,
হউ হৃদয়ের সম্বল ।
আকাশ লাগে ভালো যখন ,
একটু বেশি অকারন ।
তখনি কি বুঝে নেবো ,
আবেগে ডুবছে মন ।
বিকেলটা লাগে ভালো যখন ,
একটু বেশি অকারন ।
তখনি কি বুঝে নেবো ,
খুঁজেছে তোমায় মন । - [ ২ বার ]
][ সমাপ্ত ][
:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে ।