Tai Tomar Kheyal ( তাই তোমার খেয়াল ) Lyrics - Miftah Zaman | Boro Chele ( Drama )

TAI TOMAR KHEYAL BY MIFTAH ZAMAN FULL MP3 SONG LYRICS IN BANGLA : 

tai_tomar_kheyal_miftah_zaman_lyrics_in_bangla
তাই তোমার খেয়াল ( মিফতাহ জামান ) লিরিক্স 
TAI TOMAR KHEYAL LYRICS By Miftah Zaman : Presenting '' Tai Tomar Kheyal '' Bengali Song Lyrics in Bangla.This song is sung By Miftah Zaman and Lyrics planned By Shomeswar Oli and Music Directed By Sajid Sarkar.








SONG CREDITS :


Song : Tai Tomar Kheyal
Singer : Miftah Zaman
Lyric : Shomeswar Oli
Tune & Music : Sajid Sarker
Telefilm : Boro Chele
Label : Cd Choice
Cast : Apurba & Mehjabin
Director : Mizanur Rahman Aryan


[ TAI TOMAR KHEYAL FULL OFFICIAL MUSIC VIDEO ] 


][ TAI TOMAR KHEYAL BY MIFTAH ZAMAN FULL SONG LYRICS IN BANGLA ][ 


এই ঠুনকো জীবনে ,তুমি কাচের দেয়াল ,
এক আধটু কারনে যদি হউ বেসামাল ।
মনে তাই তোমার খেয়াল ,
মনে তাই তোমার খেয়াল ।


আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি,
প্রেমের বাজি ধরিনি ।


আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম ,
ঘুম স্বপ্ন যাপনে দিন রাত্রি সাজালাম ।
মনে হয় তোমায় পেলাম  ,
মনে হয় তোমায়  পেলাম  ।

আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি,
প্রেমের বাজি ধরিনি । - [ ২ বার ]

হয়তো তাঁরার দেশে ,
হয়তো মেঘের শেষে ,
আলো জ্বলে আলো নেভে ,
তোমার কথা ভেবে ।

মনে তাই তোমার খেয়াল ,
মনে তাই তোমার খেয়াল ।


আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি,
প্রেমের বাজি ধরিনি ।


এই ঠুনকো জীবনে ,তুমি কাচের দেয়াল ,
এক আধটু কারনে যদি হউ বেসামাল ।
মনে তাই তোমার খেয়াল ,
মনে তাই তোমার খেয়াল ।


আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি,
প্রেমের বাজি ধরিনি । - [ ২ বার ]


][ সমাপ্ত ][



বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। 

Blogger দ্বারা পরিচালিত.