Tai Tomar Kheyal ( তাই তোমার খেয়াল ) Lyrics - Miftah Zaman | Boro Chele ( Drama )
TAI TOMAR KHEYAL BY MIFTAH ZAMAN FULL MP3 SONG LYRICS IN BANGLA :
তাই তোমার খেয়াল ( মিফতাহ জামান ) লিরিক্স |
SONG CREDITS :
Song : Tai Tomar Kheyal
Singer : Miftah Zaman
Lyric : Shomeswar Oli
Tune & Music : Sajid Sarker
Telefilm : Boro Chele
Label : Cd Choice
Cast : Apurba & Mehjabin
Director : Mizanur Rahman Aryan
[ TAI TOMAR KHEYAL FULL OFFICIAL MUSIC VIDEO ]
][ TAI TOMAR KHEYAL BY MIFTAH ZAMAN FULL SONG LYRICS IN BANGLA ][
এই ঠুনকো জীবনে ,তুমি কাচের দেয়াল ,
এই ঠুনকো জীবনে ,তুমি কাচের দেয়াল ,
এক আধটু কারনে যদি হউ বেসামাল ।
মনে তাই তোমার খেয়াল ,
মনে তাই তোমার খেয়াল ।
আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি,
প্রেমের বাজি ধরিনি ।
আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম ,
ঘুম স্বপ্ন যাপনে দিন রাত্রি সাজালাম ।
মনে হয় তোমায় পেলাম ,
মনে হয় তোমায় পেলাম ।
আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি,
প্রেমের বাজি ধরিনি । - [ ২ বার ]
হয়তো তাঁরার দেশে ,
হয়তো মেঘের শেষে ,
আলো জ্বলে আলো নেভে ,
তোমার কথা ভেবে ।
মনে তাই তোমার খেয়াল ,
মনে তাই তোমার খেয়াল ।
আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি,
প্রেমের বাজি ধরিনি ।
এই ঠুনকো জীবনে ,তুমি কাচের দেয়াল ,
এক আধটু কারনে যদি হউ বেসামাল ।
মনে তাই তোমার খেয়াল ,
মনে তাই তোমার খেয়াল ।
আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি,
প্রেমের বাজি ধরিনি । - [ ২ বার ]
][ সমাপ্ত ][
বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।