Shopoth ( শপথ ) Bangla Lyrics - Minar Rahman | Bengali Song (2017)
SHOPOTH BY MINAR RAHMAN FULL MP3 SONG LYRICS IN BANGLA :
SHOPOTH LYRICS By Minar Rahman : Presenting '' Shopoth '' Bengali Song Lyrics in Bangla.This song is sung By Minar Rahman and Music Composed By Sajid Sarker.This is a track of the Drama BATCH 27 - The Last Page.
SONG CREDITS :
Song : Shopoth
Singer : Minar Rahman
Lyric : Mizanur Rahman Aryan
Tune : Sajid Sarker
Music : Sajid Sarker
Drama : Batch 27 Last Page
Label : Cd Choice
Director : Mizanur Rahman Aryan
শপথ ( মিনার ) লিরিক্স |
SONG CREDITS :
Song : Shopoth
Singer : Minar Rahman
Lyric : Mizanur Rahman Aryan
Tune : Sajid Sarker
Music : Sajid Sarker
Drama : Batch 27 Last Page
Label : Cd Choice
Director : Mizanur Rahman Aryan
[ SHOPOTH BY MINAR FULL OFFICIAL VIDEO ]
][ SHOPOTH BY MINAR RAHMAN BENGALI SONG LYRICS IN BANGLA ][
সব যেন আছে আগেরই মতো,
শুধু হারিয়ে গেছে দুজনের দুটো পথ ।
জানি না ভুলে গেছো কি তুমি ,
আমি ভুলিনি সেদিনের নেয়া শপথ ।
তুমি ছিলে ... আছো আজও ,
তুমি থাকবে ... এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে ,
বুকের ঘরে এক কোনে ।
জীবন হয়তো যাবে কেটে ,
কান্না , হাসি নিয়মে অনিয়মে ।
তুমি রবে তোমারই মতো ,
তোমার জন্য কথা জমা নীল খামে ।
তুমি ছিলে ... আছো আজও ,
তুমি থাকবে ... এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে ,
বুকের ঘরে এক কোনে ।
যাও দৃষ্টির অগোচরে যতো ,
জেনো তুমি হারাবে না ।
শত মানুষের ভিড়ে ,
খুঁজবো তোমার ঠিকানা ।
জন্ম থেকে জন্মান্তরে ,
স্মৃতি গুলো যাবে রয়ে ।
তুমি ছিলে ... আছো আজও ,
তুমি থাকবে ... এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে ,
বুকের ঘরে এক কোনে । - [ ২ বার ]
][ সমাপ্ত ][
বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।