Bhalobasa Jaak ( ভালোবাসা যাক ) Bangla Lyrics - Cockpit | Arijit Singh & Somlata

BHALOBASA JAAK FULL MP3 SONG LYRICS IN BANGLA : 

bhalobasa-jaak-cockpit-bengali-movie-song-lyrics-in-bangla
ভালোবাসা যাক ( ককপিট ) লিরিক্স 
BHALOBASA JAAK LYRICS From COCKPIT (Movie ) : Presenting '' Bhalobasa Jaak '' Bengali Romantic Song Lyrics in Bangla.This song is sung By Arijit Singh and Somlata and Music Composed By Arindom.








SONG CREDITS :

Song Name: Bhalobasa Jaak
Composer: Arindom
Singers: Arijit Singh & Somlata
Lyricist: Prasen
Actors - Dev, Koel Mallick, Rukmini Maitra

][ BHALOBASA JAAK FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][ 


খেলাটা দুচোখের ,
খেলাটা পুরনো ,
কিছুটা ছোয়া ছুঁই ,
ছুটে  যেতে যেতে যেতে  পরে যাবে ধরা ।

খেলাটা আকাশের ,
খেলাটা মেঘেদের ,
কিছুটা বৃষ্টির মতোই ,
ভিজে যেতে যেতে যেতে  ভালোবাসে যারা । 

খোঁজে রাত , খোঁজা মন , সারাদিন , 
কত আর বোঝাবো নিজেকে ,

চলো বসা যাক ,
ভালোবাসা যাক
যেন আর কিচ্ছু পারি না ।
চলো ভাসা যাক ,
ভালোবাসা যাক ,
যেন আর কাউকে চিনি না ,
কাউকে চিনি না, 
কাউকে চিনি না ও...ও...


তোমাকে যতটা বেসেছি ভালো,
পেয়েছি তারও বেশি ভয় ।
তোমাকে দিয়েছি যা ছিলো আমার ,
তোমাকে দিয়েছি সময় ।
তুমি শেষ কথা...আমার ,
তুমি শুরুর রাত ও ভোর ,
আমি মরুভূমি আর তুমি মরুউদ্ধান ।

চলো বসা যাক ,
ভালোবাসা যাক
যেন আর কিচ্ছু পারি না ।
চলো ভাসা যাক ,
ভালোবাসা যাক ,
যেন আর কাউকে চিনি না ও...ও...   ,
কাউকে চিনি না
কাউকে চিনি না ...


নিজেরই স্রোতে আমি ভেসে গেছি ,
আমাকে কে আর পায় ,
নিজেকে যেন পেয়ে বসে গেছি ,
তোমার হাতের রেখায় ।

অজুহাত , খোঁজে মন,  সারাদিন ,
কত আর বোঝাবো নিজেকে ।

চলো বসা যাক ,
ভালোবাসা যাক
যেন আর কিচ্ছু পারি না ।
চলো ভাসা যাক,
ভালোবাসা যাক ,
যেন আর কাউকে চিনি না,
কাউকে চিনি না
কাউকে চিনি না ...

][ সমাপ্ত ][




:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 


আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে ।

Blogger দ্বারা পরিচালিত.