Moner Jore Cholche Deho Lyrics - Habib Wahid | Chandragrohon (2008)
MONER JORE CHOLCHE DEHO MP3 SONG LYRICS BY HABIB WAHID
![]() |
Moner Jore Cholche Deho Lyrics |
SONG CREDITS :
◉ Song : Moner Jore Cholche Deho
◉ Singer : Habib Wahid
◉ Lyrics : Jewel Mahmud
◉ Film : Chandragrohon
◉ Label :
◉ Release Date : 29 November 2008
MONER JORE CHOLCHE DEHO FULL SONG
MONER JORE CHOLCHE DEHO LYRICS
দেহের ভেতর মন,
সেই মনে আজ লাগছে ভালো
রূপ মণি কাঞ্চন।
সে তো আসে যায়,
সে তো আসে যায়,
যার জন্যে চান্দে চান্দে
এতো চন্দ্র গ্রহণ। - [ ২ বার ]
কাঁচা বাঁশের,
কাঁচা বাঁশের খাঁচার ভেতর পঞ্চরসের মিল ,
চৌদরজায় মায়ার ক্ষরন এক দরজায় খিল রে,
এক দরজায় খিল।
সেই দরজা,
সেই দরজা যাবে খুলে মিললে দর্শন।
সে তো আসে যায়,
সে তো আসে যায়,
যার জন্যে চন্দে চান্দে
এতো চন্দ্র গ্রহণ।
উজানে উজান হায়,
উজানে উজান ভাঙ্গে
উজায় স্রোত ধারা,
সেই না ধারায় বন্ধুর চলন
দেহ পাগল পারা রে,
দেহ পাগল পারা।
দেহের ভিতর,
দেহের ভিতর দেহের বহর
খুঁজে আপন জন।
সে তো আসে যায়,
সে তো আসে যায়,
যার জন্যে চন্দে চান্দে
এতো চন্দ্র গ্রহণ।
মনের জোরে চলছে রে দেহ,
দেহের ভেতর মন,
সেই মনে আজ লাগছে ভালো
রূপ মণি কাঞ্চন।
সে তো আসে যায়,
সে তো আসে যায়,
যার জন্যে চান্দে চান্দে
এতো চন্দ্র গ্রহণ।
][সমাপ্ত][
হাবিব ওয়াহিদের এই গানগুলো শুনেছেন কি?
বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটিতে ভিজিট করুন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box