TOMAKE CHAI LYRICS (তোমাকে চাই) - Nancy and Jahid Nirob | Closeup Kache Ashar Golpo
TOMAKE CHAI MP3 SONG LYRICS FROM CLOSEUP KACHE ASHAR GOLPO 2021
![]() |
Closeup Kache Ashar Golpo 2021 |
SONG CREDITS :
◉ Song : Tomake Chai
◉ Singer : Nancy And Jahid Nirob
◉ Lyrics : Pulak Aneel
◉ Drama : Closeup Kache Ashar Golpo 2021
◉ Label : Closeup Bangladesh
◉ Release Date : Mar 20, 2021
TOMAKE CHAI FULL SONG
CLOSEUP KACHE ASHAR GOLPO 2021 SONG LYRICS
এইতো আমার দিনগুলো,
হঠাৎ এমন মিষ্টি হলো,
এই যে আমার খরা মনে,
হঠাৎ সুখের বৃষ্টি হলো।
এই যে তুমি আসলে কাছে,
মনে হয় আছি বেঁচে।
আর না হলে ভাল্লাগে না,
ভাল্লাগে না ধুত্তুরি ছাই।
হয়তো এটা প্রেম অথবা
মটেও প্রেম নয়,
তবু আমার শুধু তোমাকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই।
তোমাকে চাই,
তোমাকে চাই,
তোমাকে চাই।
তোমার কাছে আসার ইচ্ছে,
তোমার কাছে থাকার ইচ্ছে,
শুধু তোমার হবার ইচ্ছে।
আমাকে আর আমার শহর,
একটু একটু করে সবই,
জেনো দখল করে নিচ্ছে।
হয়তো এটা প্রেম অথবা
মটেও প্রেম নয়,
তবু আমার শুধু তোমাকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই।
তোমাকে চাই,
তোমাকে চাই,
তোমাকে চাই।
যেই তুমিটা কেউ ছিলে না,
বুকের এমন ঢেউ ছিলে না,
আমার ছায়া হয়ে ছিলে না।
সেই তুমিটাই কেমন করে,
আমার হলে এমন করে,
এই হিসেবটা আর মেলে না।
হয়তো এটা প্রেম অথবা
মটেও প্রেম নয়,
তবু আমার শুধু তোমাকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই।
তোমাকে চাই,
তোমাকে চাই।
][সমাপ্ত ][
আমাকে আর আমার শহর,
উত্তরমুছুনএকটু একটু করে সবই,
জেনো দখল করে নিচ্ছে।