TOMAKE CHAI LYRICS (তোমাকে চাই) - Nancy and Jahid Nirob | Closeup Kache Ashar Golpo

TOMAKE CHAI MP3 SONG LYRICS FROM CLOSEUP KACHE ASHAR GOLPO 2021

Closeup Kache ashar golpo song 2021
Closeup Kache Ashar Golpo 2021
TOMAKE CHAI LYRICS FROM CLOSEUP KACHE ASHAR GOLPO 2021
- Presenting Tomake Chai Song Lyrics, sung by Nancy and Jahid Nirob and Lyrics penned by Pulak Aneel.While the music is composed by Jahid Nirob and Pulak Aneel.This is a track from the drama Othoba Premer Golpo (অথবা প্রেমের গল্প), a drama of  Closeup Kache Ashar Golpo 2021

SONG CREDITS : 
◉ Song : Tomake Chai 
◉ Singer : Nancy And Jahid Nirob
◉ Lyrics : Pulak Aneel
◉ Label : Closeup Bangladesh
◉ Release Date : Mar 20, 2021

TOMAKE CHAI FULL SONG


CLOSEUP KACHE ASHAR GOLPO 2021 SONG LYRICS

এইতো আমার দিনগুলো,
হঠাৎ এমন মিষ্টি হলো,
এই যে আমার খরা মনে, 
হঠাৎ সুখের বৃষ্টি হলো। 

এই যে তুমি আসলে কাছে,
মনে হয় আছি বেঁচে।
আর না হলে ভাল্লাগে না,
ভাল্লাগে না ধুত্তুরি ছাই। 

হয়তো এটা প্রেম অথবা 
মটেও প্রেম নয়,
তবু আমার শুধু তোমাকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই। 

তোমাকে চাই,
তোমাকে চাই, 
তোমাকে চাই। 

তোমার কাছে আসার ইচ্ছে,
তোমার কাছে থাকার ইচ্ছে,
শুধু তোমার হবার ইচ্ছে।

আমাকে আর আমার শহর,
একটু একটু করে সবই,
জেনো দখল করে নিচ্ছে। 

হয়তো এটা প্রেম অথবা 
মটেও প্রেম নয়,
তবু আমার শুধু তোমাকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই। 

তোমাকে চাই,
তোমাকে চাই, 
তোমাকে চাই। 

যেই তুমিটা কেউ ছিলে না,
বুকের এমন ঢেউ ছিলে না,
আমার ছায়া হয়ে ছিলে না।

সেই তুমিটাই কেমন করে,
আমার হলে এমন করে,
এই হিসেবটা আর মেলে না। 

হয়তো এটা প্রেম অথবা 
মটেও প্রেম নয়,
তবু আমার শুধু তোমাকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই। 

তোমাকে চাই, 
তোমাকে চাই। 
][সমাপ্ত ][ 

তবু আমার শুধু তোমাকে চাই লিরিক্স 

1 টি মন্তব্য:

  1. আমাকে আর আমার শহর,
    একটু একটু করে সবই,
    জেনো দখল করে নিচ্ছে।

    উত্তরমুছুন

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.