Dusshopno Lyrics - Odd Signature
DUSSHOPNO MP3 SONG LYRICS IN BANGLA BY ODD SIGNATURE
![]() |
Dusshopno Lyrics - Odd Signature |
SONG CREDITS :
◉ Song : Dusshopno
◉ Singer : Odd Signature
◉ Lyrics : Moontasir Rakib
◉ Band : Odd Signature
◉ Label : Odd Signature (Pvt. Release)
◉ Release Date : 29 November 2008
DUSSHOPNO FULL SONG
DUSSHOPNO SONG LYRICS
আমাদের সব স্বপ্নের রঙ,
দেখো আলোয় মিশে বেড়াই।
স্বপ্নের আকাশে, কালো মেঘে,
সেই সূর্য হারাই।
একি কোনো দুঃস্বপ্ন,
আমি চিন্তায় চিন্তায় মরি,
নাকি ফেলে যাওয়া সেই স্মৃতি।
আমার কি, এখনো,
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবেনা।
কভু কি, এক স্বপ্নে,
তুমি এসে হাতটি ধরবে না।
আমার কি, কখনো,
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবেনা।
কভু কি, এক স্বপ্নে,
তুমি এসে হাতটি ধরবে না।
আমাদের সেই রঙিন ছবি,
আজো হাসছে তবে আমি দেখি।
কেউ নেয় পাশে গল্প শুনে,
হাত ধরে চোখ মোছায় আমার।
একি কোনো দুঃস্বপ্ন,
আমি চিন্তায় চিন্তায় মরি,
নাকি ফেলে যাওয়া সেই স্মৃতি।
আমার কি, এখনো,
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবেনা।
কভু কি, এক স্বপ্নে,
তুমি এসে হাতটি ধরবে না।
আমার কি, কখনো,
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবেনা।
কভু কি, এক স্বপ্নে,
তুমি এসে হাতটি ধরবে না। - [ ২ বার ]
আমার কি, কখনো,
বাজে স্বপ্নের...
][সমাপ্ত][
বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে শুধুমাত্র আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box