Mon Boleche Amar (মন বলেছে আমার ) Lyrics | Dev | Nusrat Jahan | Love Express 2016

Mon Boleche Amar (মন বলেছে আমার ) Lyrics | Dev | Nusrat Jahan | Love Express 2016


Mon Boleche Aamar Song Lyrics (মন বলেছে আমায় লিরিক্স) from Love

Express: featuring by Dev and Nusrat Jahan new

romantic song “Mon Boleche Amar, Aj Songe Jabo

Tor” composed by Jeet Ganguly and lyrics will

be written by Prasen.



MON BOLECHE AMAY - LYRICS

Be ready to fall in love this season with Mon Boleche Amar Lyrics( মন বলেছে আমায় লিরিক্স ) from Love Express starring Dev and Nusrat amongst others. The romantic number has been composed and rendered by Jeet Gannguli. Mon Boleche Amar Rap Song,Mon Boleche Amar Rap Lyrics.Mon Boleche Amar Bangla Song Lyrics With Rap.

Song : Mon Boleche Amar
Film : LOVE Express
Music : Jeet Gannguli
Singer : Jeet Gannguli
Rap: Bob & Prasen
Lyrics: Prasen



MON BOLECHE AMAY LYRICS : 



মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,
মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর । ( ২ বার )


সবকিছু পেরিয়ে, হবে রাত ছাড়িয়ে ভোর ।


মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,
মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর ।


র‍্যাপ : লেগে গেছে ভালো তাই , পরে গেছি প্রেমে তোর ,
থামছে না আর এই জার্নি ।
দেখা শোনা হয়ে যাক , বোঝাপড়া হয়ে থাক ,
হিংসুটে দুনিয়াটা চাপ নিক ।
রংবাজ , রংরুট , হাতছানি , হাইগ্রেদ  , সবাই কে ফেলেদিক সাইডে ।
ছোট করে বুঝে নে, তুই আমি দুজনে , ঊরে যাব স্বপ্নের ফ্লাইট এ ।



আজ আকাশের সাথে এক সন্ধি করেছি ,
মেঘেরই জেল খানায় , তোকে বন্ধী করেছি ।

আর দেবনা যেতে, এই বৃষ্টি দিনের আকাশ  ,
তোর দুচোখের হাসি , বড় করছে নাজেহাল ।





মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,
মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর । ( ২ বার )




সবকিছু পেরিয়ে, হবে রাত ছাড়িয়ে ভোর ।


মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,
মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর ।


মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর ।



আজকে প্রেমের হাওয়া গায়ে লাগলো বলে তাই,
ইচ্ছে উড়ান দিলো আর বলল তোকে চাই ।

অল্প রোদের দিনে তোকে গল্প পাঠালাম ,
মনকে মনের হাতে তুই ঝর্না হয়ে নাম ।


মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,
মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর ।




সবকিছু পেরিয়ে, হবে রাত ছাড়িয়ে ভোর ।

 
মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর । 

][ সমাপ্ত ][ 
Blogger দ্বারা পরিচালিত.