Thik Emon Ebhabe(ঠিক এমন এভাবে ) - Lyrics | Gangster Bangla Movie Song 2016
Thik Emon Ebhabe(ঠিক এমন এভাবে ) - Lyrics | Gangster Bangla Movie Song 2016
Thik Emon Ebhabe Bangla Lyrics : Presenting the most romantic track of the season Thik Emon Ebhabe from GANGSTER starring Yash Dasgupta and Mimi. This song has been composed by Arindom and sung by Arijit Singh.
SONG CREDITS : Movie: Gangster (2016)
Singer – Unknown
Music – Arindam Chatterjee
Director – Birsa Dasgupta
Music Label – Shree Venkatesh Films
][ THIK EMON EBHABE FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][
ঠিক এমন এভাবে ( অরিজিত সিং ) লিরিক্স |
SONG CREDITS : Movie: Gangster (2016)
Singer – Unknown
Music – Arindam Chatterjee
Director – Birsa Dasgupta
Music Label – Shree Venkatesh Films
[ THIK EMON EVABE FULL OFFICIAL MUSIC VIDEO ]
][ THIK EMON EBHABE FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][
ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে ,
আমি বুঝেছি ক্ষতি নেই ,
আর তুই ছাড়া গতি নেই । ( ২ বার )
ছুঁয়ে দে আঙুল,
ফুটে যাবে ফুল ভিজে যাবে গাঁ ,
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না ।( ২ বার )
তোরই মতো কোন একটা কেউ ,
কথা দিয়ে জায় , ছাড়া হয়ে জায় ।
তোরই মতো কোন একটা ঢেউ ,
ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায় ।
ছুঁয়ে দে আঙুল,
ফুটে যাবে ফুল ভিজে যাবে গাঁ ,
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না ।( ২ বার )
আটকে তোকে রাখতে চাইছি খুব ,
সকালে আমার বিকেলে আমার ।
তুই ডাক না দিলে থাকবো আমি চুপ ,
দিনেতে আমার দুপুরে আমার ।
ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে ,
আমি বুঝেছি ক্ষতি নেই ,
আর তুই ছাড়া গতি নেই । ( ২ বার )
ছুঁয়ে দে আঙুল,
ফুটে যাবে ফুল ভিজে যাবে গাঁ ,
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না ।( ২ বার )
][ সমাপ্ত ][
[ পোস্ট কপি করে যেকোনো ধরনের বাণিজ্যিক ব্যবহার করা থেকে বিরত থাকুন ]
#MyLyricsWiki.Com
বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।