Ebhabe Golpo Hok ( এ ভাবে গল্প হোক ) Lyrics - Bibaho Diaries | Lagnajita
এ ভাবে গল্প হোক লিরিক্স |
SONG CREDITS [ Evabe Golpo Hok ] :
Singer: Lagnajita
Music: Savvy
Lyrics: Prasen
EVABE GOLPO HOK ( Bibaho Diaries) Bangla Song Lyrics in Bangla :
বাউন্ডুলে
দিন ,আর দুষ্টুমিরা ,
নিয়ে
পৌঁছে দিক ,
আমায়
তোমার পুকুর পাড়ে ।
কাটবো
সাঁতার , থেকবো
শ্যাওলা আছে ,
রাজী হউ
যদি ,
খেলার
ছলে তোমার জলে ।
এ ভাবেই
গল্প হোক ,
আমাদের
রূপকথায় ।
কিছুটা
ছেলেমানুষি ,
মেনেও তো
ভালবাসি ,
বলে কোয়ে
কথা দিয়ে যাও ।
দেখনা
এনেছি সাথে ,
মধু মাখা
দিনে রাতে ,
আমার
মনের জোছনা ।
এ ভাবেই
গল্প হোক ,
আমাদের
রূপকথায় ।
এ ভাবেই
গল্প হয় ,
আমাদের
রূপকথায় । - [ ২ বার ]
][ সমাপ্ত ][
:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।