THIKANA ( ঠিকানা ) Lyrics | Raz Dee
THIKANA ( ঠিকানা ) Lyrics | Raz Dee :
THIKANA BY RAZ DEE LYRICS : Presenting '' THIKANA '' Bangla Song Lyrics in Bangla. This song has been sung by Raz Dee and Also Lyrics planed By Him.
Song Credits [ Thikana ] :
Singer : Raz Dee
Lyrics : Raz Dee
Music : Raz Dee
Produced By : RED Wan
THIKANA BY RAZ DEE FULL SONG LYRICS :
ঠিকানা ( রাজ ডি ) - লিরিক্স |
Song Credits [ Thikana ] :
Singer : Raz Dee
Lyrics : Raz Dee
Music : Raz Dee
Produced By : RED Wan
THIKANA BY RAZ DEE FULL SONG LYRICS :
কোন সে পরী মনে ইশারা দেয় ?
ক্লাস শেষের পর এই গোধূলি বেলায়
শেষ দেখা বাইরে কলেজ ক্যাম্পাসের
আবার পরের দিন এর জন্য
অপেক্ষা ।
বাস এর জানালা , কুয়াশা মাখা , শুধু যদি থাকিস পাশে ,
মন বঝেনা , একি ভালবাসা দেখি তোকে প্রতি বাস স্টপে ।
সবুজ সেলোয়ার , পাশের সিটে হতাৎ কে বসে মুচকি হাসে ?
প্রথম ছোঁয়া , তাকে
কাছে পাওয়া , মিটি হাসে সে ।
তুই মনের গোপন ভাবনা ,
হলই তুই আমার ঠিকানা
ভাঙা মন এর তুই প্রার্থনা ,
হলই তুই আমার ঠিকানা ।
হয়তো নেই জানা তোর আমার মনের অবোলা কথা ,
জেনেও নাকি না জানার ভান করা ?
ক্লাসে সকাল সকাল গিয়ে তোর জন্যে অপেক্ষা করা ,
আসবি বলে আমি আজ আনমনা ।
মন এর আঙিনা , আজ বেপরোয়া , তুই শুধু আসবই বলে
কেউ বঝে না , এযে ভালোবাসা , আটকে তোর হাসির কোনে ,
ছন্নছাড়া , মন এ পাগল হাওয়া , শুধু তুই আছিস বলে ,
পেছন ফেরা , তোর আমায় দেখা , মিটি হাসে সে ।
তুই মনের গোপন ভাবনা ,
হলই তুই আমার ঠিকানা
ভাঙা মন এর তুই প্রার্থনা ,
হলই তুই আমার ঠিকানা ।
][ সমাপ্ত ][
:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।