BODLE GECHI LYRICS (বদলে গেছি) - Hridoy Khan feat. Ayshe
BODLE GECHI MP3 SONG LYRICS BY AYSHE AND HRIDOY KHAN
![]() |
বদলে গেছি |
Credits -
- Song : Bodle Gechi
- Singer : Farhana Afrin Ayshe
- Lyrics : Arif Motahar
- Music : Hridoy Khan
- Label : HK Production
- Release Date : June 17, 2021
BODLE GECHI FULL SONG OFFICIAL
BODLE GECHI LYRICS AYSHE
চলনা একটু হাটি,
কিছুক্ষন একসাথি,
এইক্ষন ফ্রেমে বাঁধা,
তুমি আমি চুপি।
ছিলাম যেমন আমি,
আছি তেমনই আমি,
হয়তো তোমার চোখেবদলে গেছি।
চলনা একটু হাটি,
কিছুক্ষন একসাথি,
এইক্ষন ফ্রেমে বাঁধা,
তুমি আমি চুপি।
ছিলাম যেমন আমি,
আছি তেমনই আমি,
হয়তো তোমার চোখেবদলে গেছি।
হঠাৎ ঘুম ভেঙে তোমাকেই খুঁজি,
গেলে দূরে বিষণ্ণতা রেখে।
হঠাৎ ঘুম ভেঙে তোমাকেই খুঁজি,
গেলে দূরে বিষণ্ণতা রেখে।
ছিলাম যেমন আমি,
আছি তেমনই আমি,
হয়তো তোমার চোখেবদলে গেছি।
জীবন এখন পাথরে ঘেরা,
চাঁপা কান্না আছে তো মাখানো।
জীবন এখন পাথরে ঘেরা,
চাঁপা কান্না আছে তো মাখানো ।
ছিলাম যেমন আমি,
আছি তেমনই আমি,
হয়তো তোমার চোখেবদলে গেছি।
চলনা একটু হাটি,
কিছুক্ষন একসাথি,
এইক্ষন ফ্রেমে বাঁধা,
তুমি আমি চুপি। - [ ২ বার ]
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box