SHUA URILO URILO LYRICS (সুয়া উড়িলো উড়িলো) - Ghetu Putro Komola (2012)

SHUA URILO URILO LYRICS IN BANGLA BY Fazlur Rahman Babu

shua-urilo-urilo-lyrics
সুয়া উড়িলো উড়িলো
SHUA URILO URILO LYRICS
- Presenting, Shua Urilo Urilo Lyrics, Sung by Fazlur Rahaman Babu & Shofi Mondol, Lyrics penned by  Shaitalong Shah , while the music is composed by Ramkanai Das.This is a track from the movie Ghetu Putro Komola , Released in 2012.





Credits - 
◉ Song : Shua Urilo Urilo Jibaro Jibon
◉ Singer : Fazlur Rahaman Babu & Shofi Mondol
◉ Lyrics :  Shaitalong Shah
◉ Music : Ramkanai Das
◉ Movie: Ghetu Putro Komola (2012) 
◉ Label : Impress Audio
◉ Release Date : September 7, 2012

SHUYA URILO URILO FULL SONG BY EuphonEast Team


Shuya Urilo Song Lyrics

শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে। 
শুয়া উড়িল উড়িল, 
জীবেরও জীবন, শুয়া উড়িলরে। - [ ২ বার ] 

আরলাম আকানে ছিলা আনন্দিত মন, 
আরলাম আকানে ছিলা আনন্দিত মন, 
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন,
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন। 

শুয়া উড়িল উড়িল, 
জীবেরও জীবন, 
শুয়া উড়িলরে। - [ ২ বার ] 

নিদয়া নিষ্ঠুর পাখি 
দয়া নাই রে তোর, 
নিদয়া নিষ্ঠুর পাখি 
দয়া নাই রে তোর। 

পাষাণ সমান হিয়া কঠিন অন্তর,
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর। 

শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, 
শুয়া উড়িলরে। - [ ২ বার ] 

পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন, 
পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন,
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন,
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন। 

শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, 
শুয়া উড়িলরে। - [ ২ বার ] 

শীতলং ফকিরে কইন দম কর সাধন, 
দমের ভিতর আছে পাখি করিও যতন।
শুয়া উড়িল উড়িল। 
জীবেরও জীবন, শুয়া উড়িলরে। - [ ২ বার ] 
][সমাপ্ত][ 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.