Khelna Bati Mon ( খেলনা বাটি মন ) - Bangla Lyrics | Anupam Roy

Khelna Bati Mon ( খেলনা বাটি মন ) - Bangla Lyrics | Anupam Roy

Khelna-Bati-Mon-By-Anupan-Roy-Bangla-Lyrics
খেলনা বাটি মন লিরিক্স 
KHELNA BATI MON BY ANUPAM ROY LYRICS : Presenting '' Khelna Bati Mon'' Bangla Song By Anupom Roy Bangla Lyrics. This is a Track from the Movie Bibaho Diaries & Music By Savvy and Lyrics Plan By Prosen.





Singer: Anupam Roy
Music: Savvy
Lyrics: Prasen


KHELNA BATI MON BY ANUPAM ROY LYRICS FROM THE MOVIE BIBAHO DIARIES : 


কিছু হাঁটাহাঁটি থামবে না মনে হয় , 
তাকে যতই ঠিকানা দাও , 
যদি ক্ষ্যাপা ঘুড়ি এন্টেনা পেয়ে যায় , 
তাকে উড়ারা বাহানা দাও । 

কিছু মরীচিকা আসলের মত হয় , 
তাকে জলের ঠিকানা দাও , 
যদি কানামাছি চুরি করে খেলা হয় , 
তাকে ছোঁয়ার বাহানা দাও । 

বেহায়া খেলনা বাটি মন , 
বেচারা ঝলসানো জীবন , 
সুজুগেরা আসে যদি হুজুগে বিকেলে ,  
অবস্থা এখন তখন । 


যদি সুয়ো পোকা প্রজাপতি হতে চায় , 
তাকে ফুলের ঠিকানা দাও, 
যদি মাটি গুলো কাট ফাটা মনে হয় , 
তাকে ভেজার বাহানা দাও । 



যদি জোনাকিরা জ্বলা নেভা ভুলে যায় , 
তাকে রাতের নিশানা দাও ,
যদি রাত গুলো চিঠিদের মত হয় 
তাকে খামের ধারণা দাও । 

বেহায়া খেলনা বাটি মন , 
বেচারা ঝলসানো জীবন , 
সুজুগেরা আসে যদি হুজুগে বিকেলে ,  
অবস্থা এখন তখন । - [ ২ বার ] 


][ সমাপ্ত][ 


:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 


আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.