Poth Harabo Bolei Ebar Lyrics - Hemanta Mukherjee | Bengali Romantic Song

POTH HARABO BOLEI EBAR LYRICS IN BANGLA BY Hemanta Mukherjee 

poth harabo bolei ebar lyrics
পথ হারাবো বলেই এবার 
POTH HARABO BOLEI LYRICS Hemant Kumar
- Presenting, Poth Harabo Bolei Ebar Lyrics, originally Sung by Legendary Bengali Singer Hemanta Mukherjee (Respected) and Lyrics penned by Salil Chowdhury (Respected) and also Music Composed By Salil Chowdhury. This is a track from the album Chyanika




Credits - 
- Song : Poth Harabo Bolei Ebar Pothe Nemechi
- Singer : Hemanta Mukherjee
- Lyrics : Salil Chowdhury
- Music : Salil Chowdhury
- Label : Saregama India Ltd
- Release Date : 1958

Poth Harabo Bolei Ebar By Aditi Chakraborty


Poth Harabo Bolei Ebar Lyrics

পথ হারাবো বলেই এবার 
পথে নেমেছি, 
সোজা পথের ধাঁধাঁয় 
আমি অনেক ধেঁধেছি। 

পথ হারাব বলেই এবার 
পথে নেমেছি।

নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, 
সে কখন গেছে ফিরে 
আমায় ডেকে ডেকে। 

নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, 
সে কখন গেছে ফিরে 
আমায় ডেকে ডেকে। 

নয়ন মেলে পাবার আশায় 
অনেক কেঁদেছি, 
এই নয়নে পাবো বলেই
নয়ন মুদেছি।

সোজা পথের ধাঁধাঁয় 
আমি অনেক ধেঁধেছি, 
পথ হারাবো বলেই এবার 
পথে নেমেছি।

চেনা শোনা জানার মাঝে 
কিছুই চিনি নি যে, 
অচেনায় হারায়ে তাই 
আবার খুঁজি নিজে। 

সে যে গান শুনিয়েছিলো
হয়নি সেদিন শোনা, 
সে গানের পরশ লেগে 
হৃদয় হলো সোনা। - [ ২ বার ] 

রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি, 
সুর হারাবো বলেই সেতার 
সুরে বেঁধেছি। 

সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি, 
পথ হারাবো বলেই এবার 
পথে নেমেছি।

সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি, 
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
][ সমাপ্ত ][ 

মন ভালো করার মতো কিছু গানঃ 
বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্সটি পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটেই ভিজিট করুন। 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.