TUMI JAKE BHALOBASO ( তুমি যাকে ভালোবাসো ) - BANGLA LYRICS | ANUPOM ROY | Praktan (2016) Bengali Movie

TUMI JAKE BHALOBASO ( ANUPOM ROY ) FULL MP3 SONG LYRICS IN BANGLA : 
tumi-jake-bhalobaso-lyrics-in-bangla-font
TUMI JAKE VALOBSAO  Lyrics
TUMI JAKE BHALOBASO LYRICS From Praktan (2016) : Presenting '' Tumi Jake Bhalobaso '' Bengali Romantic Song Lyrics in Bangla.This Song is sung By Anupom Roy & Also Lyrics planned By Him. This is a Track Of The 2016 Bengali Movie PRAKTAN starring Prasenjit & Rituporna .






SONG CREDITS : 

Singer: Anupam Roy
Lyricist: Anupam Roy
Music Director: Anupam Roy
Movie : Praktan (2016)

][ TUMI JAKE BHALOBASO FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][

 :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: 

তুমি যাকে ভালোবাসো,
স্নানের ঘরে বাষ্পে ভাসো।
তার জীবনে ঝড়। - [ ২ বার ] 

তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর। 
আমার দরজায় খিল দিয়েছি,
আমার দারুন জ্বর!

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, 
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।


তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল,
বাঁচার লড়াই।
আমার মন্ত্রী খোয়া গেছে, একটা চালের ভুল,
কোথায় দাঁড়াই।


কথার ওপর কেবল কথা,
সিলিং ছুঁতে চায়।
নিজের মুখের আয়না আদল,
লাগছে অসহায়।

তুমি অন্য কারোর গল্পে নায়িকা , 
তুমি অন্য কারোর গল্পে নায়িকা । 



বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকোর লাল,
এত নরম।
শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল,
বিপদ বড়।


কথার ওপর কেবল কথা,
সিলিং ছুতে চায়।
নিজের মুখের আয়না আদল,
লাগছে অসহায়।

তুমি অন্য কারোর গল্পে নায়িকা , 
তুমি অন্য কারোর গল্পে নায়িকা । 


তুমি যাকে ভালোবাসো,
স্নানের ঘরে বাষ্পে ভাসো।
তার জীবনে ঝড়। - [ ২ বার ] 

তোমার কথার শব্দদূষণতোমার গলার স্বর। 
আমার দরজায় খিল দিয়েছি,
আমার দারুন জ্বর!

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, 
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। - [ ২ বার ]  

][ সমাপ্ত ][ 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 


আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে ।

Blogger দ্বারা পরিচালিত.