EVABE CHAI ( এভাবে চাই ) - BANGLA LYRICS - Shawon Gaanwala | Bangla New Song
EVABE CHAI ( এভাবে চাই ) - BANGLA LYRICS - Shawon Gaanwala | Bangla New Song
আজ সব জানতে চাওয়া মানা
কিছু বেপরোয়া অজানা মেঘে আড়াল
হচ্ছে সৃতিরা তোমার জন্য টুকরো বাহানা ।
হো ও ও ও ...
আজ সব জানতে চাওয়া মানা
কিছু বেপরোয়া অজানা মেঘে আড়াল
হচ্ছে সৃতিরা তোমার জন্য টুকরো বাহানা ।
তোমাকে সকাল সহস্র বছর পেরিয়ে
এভাবে চাই
তুমি রয়ে গেছো আমার
সময় ছুঁয়ে সব টাই ।
এ চোখে রেখে ছিলে মায়ার আচল
থমকে গেছে সময় অকারন
বেলা শেষে অভিমান মন ।
ফেরা গেল না কিছু তেই
তোমাকে সকাল সহস্র বছর পেরিয়ে
এভাবে চাই তুমি রয়ে গেছো
আমার সময় ছুঁয়ে সব টাই দিনে ...।
তবুও যাওনি ফুরিয়ে তুমি
আজও অচেনা লাগে যেন সবই
বহু পুরনো সে তুমি ।
সৃতির দুয়ার খুলে দেখি
এভাবে চাই তুমি রয়ে গেছো আমার
তোমাকে সকাল সহস্র বছর পেরিয়ে
সময় ছুঁয়ে সব টাই ।
হো ও ও ও ...
আজ সব জানতে চাওয়া মানা
কিছু বেপরোয়া অজানা মেঘে আড়াল
হচ্ছে সৃতিরা তোমার জন্য টুকরো বাহানা ।
তোমাকে সকাল সহস্র বছর পেরিয়ে
এভাবে চাই
সময় ছুঁয়ে সব টাই ।
তুমি রয়ে গেছো আমার