Tumi Ashba Naki (তুমি আসবা নাকি) - BANGLA LYRICS | Salma


Tumi Ashba Naki (তুমি আসবা নাকি) - BANGLA LYRICS | Salma | তুমি আসবা নাকি - বাংলা লিরিক্স 

তুমি আসবা নাকি - Lyrics








আমার মনের ছোট্ট ঘরে 

বৃষ্টি ভাইঙ্গা পরে
পথের পানে উদাস হইয়া 
আমি চাইয়া থাকি
বন্ধু আমার ভারে 
তুমি আসবা নাকি 
তোমার লাগি পরান কান্দে
না দিওগো ফাঁকি 
তুমি আসবা নাকি 
চৈতি হাওয়া পাতা শুকায়
ডাহুক ডাকে সাঁঝে
যত ভাবি মায়া আরো 
বাড়ে বুকের মাঝে 
দিন ফুরাইয়ে বছর যেন
আছে কত বাকি
তোমার লাগি পরাণ কান্দে
না দিওগো ফাঁকি
তুমি আসবা নাকি 
ঐ দেখি রে বটের ছায়া
কত জনাই থামে 
তুমি ছাড়া আমার ঘরে 
আঁধার শুধু নামে 
পইড়া থাকে পথের ধুলো
আমার পোড়া আঁখি
তোমার লাগি পরাণ কান্দে
না দিওগো ফাঁকি 
তুমি আসবা নাকি 
ও তুমি আসবা নাকি। । 



Blogger দ্বারা পরিচালিত.