Fire Asho Na ( Imran ) Bangla Lyrics | ফিরে আসোনা ( ইমরান ) বাংলা লিরিক্স



Fire Asho Na - Bangla Lyrics | ফিরে আসোনা ( ইমরান ) বাংলা লিরিক্স 

Fire Asho Na Lyrics

   

Fire Asho Na Lyrics

caller tune -GP | AIRTEL | ROBI | TELITALK -5272578 & BANGLALINK - 5691616
Song name : Fire Asho na
cast : IMRAN & PEYA BIPASHA
singer : IMRAN MAHMUDUL
TUNE & MUSIC : IMRAN MAHMUDUL
LYRICS : SNAHASISH GHOSE
ALBUM : BOLTE BOLTE CHOLTE CHOLTE
DIRECTOR : CHANDAN ROY CHOWDHURY
ASISTANT DIRECTOR : SOROWAR RANA
STYLIST : RAMEEM RAJ
EDITOR : MD KALAM ( INDIA )
COLORIST : PROSENJIT (INDIA )
LABEL: SANGEETA
POST PRODUCTION : BLACKCAT STUDIO
.online distribution : Qinetic Music (www.qineticmusic.com)


ও…স্মৃতির মাঝে ডুব সাঁতারে

বুকের ভেতর উঠছে কেঁপে

জলরাশিতে চোখের সাগর 

থেমে থেমে উঠছে কেঁপে

বল কিভাবে রব এভাবে

আমায় গোছাবে কে দু হাতে

ফিরে আস না আর তো পারি না 

বাঁচি চলনা আবার একসাথে…§

কতটা কঠিন বাঁচা তুমিহীন

আঁধারে বিলিন স্বপ্নেরা হায়থেমে

 জীবন আছে এখন বাঁচার এমন মানে কোথায়

কেন যে হায় পূর্ণতাকেমেলালে নীল শূণ্যতাকেবল 

কিভাবে রব এভাবে আমায় গোছাবে কে দু হাতে

ফিরে আস না আর তো পারি না 

বাঁচি চলনা আবার একসাথে…§

হারানো ক্ষত অভিরতমনেতে 

কত ব্যাথা দিয়ে যায়দিনে 

রাতে আর্তনাদে 

প্রেম যে কাঁদে কি করে বুঝাই

কেন যে হায় পূর্ণতাকেমেলালে নীল শূণ্যতাকেবল

 কিভাবে রব এভাবেআমায় গোছাবে কে দু 

হাতেফিরে আস না আর তো পারি নাবাঁচি চলনা আবার একসাথে…



Blogger দ্বারা পরিচালিত.