মুঠোয় ভরে ছড়াই প্রতিদিন
তুমি সেই ভোরে চোখের কোনে
তোমায় ছাড়া ভাবনারা কঠিন
তোমাকে দেবোনা হারাতে
হোক তা আলোকবর্ষ দূর
ডুবে যাবো তোমার মন পাড়ায়
বেধেছ হাতে হাত রেখে
বন্ধু ......... হা....হা...
তুমি একটা ভোর হয়ে যাও কোন
তোমার চোখে আমার দিন সাজাই
ভর দুপুর শান্ত বিকেলে তোমায়
আঙুল ছুঁয়ে ছুঁয়ে পালাই
তোমাকে দেবোনা হারাতে
হোক তা আলোকবর্ষ দূর
ডুবে যাবো তোমার মন পাড়ায়
বেধেছ হাতে হাত রেখে
বন্ধু ......... হা....হা...
তাই তোমাকে চাই যেন তুমি
আমার নিশি-দিন জেগে থাকায়
পথের শুরু বা শেষের আলোয়
দেখি আবির রঙের মায়া
তোমাকে দেবোনা হারাতে
হোক তা আলোকবর্ষ দূর
ডুবে যাবো তোমার মন পাড়ায়
বেধেছ হাতে হাত রেখে
বন্ধু ......... হা....হা...