Toke Chara ( Niyoti ) Bangla Lyrics | তোকে ছাড়া লিরিক্স


Toke Chara ( Niyoti ) Bangla Lyrics | তোকে ছাড়া লিরিক্স


TOKE CHARA LYRICS


PRODUCTION CREDITS : 

Film: NiyotiSong: Toke CharaSinger: Mohammed IrfanLyricist: Priyo ChattopadhyayMusic Director: SavvyGenre: SadChoreographer: Jayesh Pradhan
Starring: Arifin Shuvoo & Jolly Directed by: Zakir Hosen RajuProduced and Distributed by: Jaaz Multimedia





তোকে ছাড়া বাঁচি কি করে বল , তোকে ছাড়া বাঁচি কি করে বল ।
মরি কি করে বলে দে ,

তোকে ছাড়া বাঁচি কি করে বল , তোকে ছাড়া বাঁচি কি করে বল ।

একথা তো ছিল না ,
একথা তো ছিল না ।
মাযপথে ছেঁড়ে যাবি ,
দেবনারে যেতে কিছুতে  ।
তোকে ছাড়া বাঁচি কি করে বল , তোকে ছাড়া বাঁচি কি করে বল ।
মরি কি করে বলে দে ,

তোকে ছাড়া বাঁচি কি করে বল , তোকে ছাড়া বাঁচি কি করে বল ।
কথাছিল একিসাথে, চলবো সময় পথে
যদি আসে রাত, ঘুমিয়ে ...
চাঁদ হয়ে দেবো আলো ,
মুছে দেবো রাত কালো ,
জীবনেরই গান শুনিয়ে ...।
ভুলেগেলি কি করে,
কেন আজ হেরে জাবি
পারবনা তোকে হারাতে ।


তোকে ছাড়া বাঁচি কি করে বল , তোকে ছাড়া বাঁচি কি করে বল ।
মরি কি করে বলে দে ,

তোকে ছাড়া বাঁচি কি করে বল ,
 তোকে ছাড়া বাঁচি কি করে বল ।



Blogger দ্বারা পরিচালিত.