তোকে ছাড়া বাঁচি কি করে বল , তোকে ছাড়া বাঁচি কি করে বল ।
মরি কি করে বলে দে ,
তোকে ছাড়া বাঁচি কি করে বল , তোকে ছাড়া বাঁচি কি করে বল ।
একথা তো ছিল না ,
একথা তো ছিল না ।
মাযপথে ছেঁড়ে যাবি ,
দেবনারে যেতে কিছুতে ।
তোকে ছাড়া বাঁচি কি করে বল , তোকে ছাড়া বাঁচি কি করে বল ।
মরি কি করে বলে দে ,
তোকে ছাড়া বাঁচি কি করে বল , তোকে ছাড়া বাঁচি কি করে বল ।
কথাছিল একিসাথে, চলবো সময় পথে
যদি আসে রাত, ঘুমিয়ে ...
চাঁদ হয়ে দেবো আলো ,
মুছে দেবো রাত কালো ,
জীবনেরই গান শুনিয়ে ...।
ভুলেগেলি কি করে,
কেন আজ হেরে জাবি
পারবনা তোকে হারাতে ।
তোকে ছাড়া বাঁচি কি করে বল , তোকে ছাড়া বাঁচি কি করে বল ।
মরি কি করে বলে দে ,
তোকে ছাড়া বাঁচি কি করে বল ,
তোকে ছাড়া বাঁচি কি করে বল ।