Kono Mane Nei To ( কোনও মানে নেই তো ) - Lyrics | Imran and Nancy | Shakib Khan | BossGiri (2016)

Kono Mane Nei To ( কোনও মানে নেই তো ) - Lyrics |  Shakib Khan | BossGiri (2016)


Kono Mane Nei To - Bossgiri Bangla Movie Song 2016
Kono Mane Nei To Lyrics : Kono Mane Nei To is a Bangla Movie Romantic Song.This song is sung By Famous Bangladeshi Singer Imran and Nancy.Kono Mane Nei To is BossGiri movie's song.Kono Mane nei To Lyrics By Robiul Islam Jibon. কোনও মানে নেই তো








Song : Kono Mane Nei To
Movie : BossGiri
Cast & Crew: Shakib Khan, Bubly, Amit Hasan, Rajabh Datta, Mizan, and Miju Ahmed
Singer : Imran and Nancy
Composer : Imran
Lyrics: Robiul Islam Jibon
Director : Shamim Ahamed Roni

KONO MANE NEI TO ( BOSSGIRI ) - LYRICS :



এতদিন মনে মনে যেই তোমাকে ছেয়েছি , 
অবশেষে আজ আমি সেই তোমাকে পেয়েছি । ( ২ বার ) 



আর কোন চাওয়া নেই আর কোনও পাওয়া নেই , 
আমার পাশে তুমি এই তো , 
ভালবাসা ছারা বেঁচে থাকার কোন মানে নেই তো, 
ভালবাসা ছারা বেঁচে থাকার কোন মানে নেই তো । ( ২ বার ) 


দুচোখের তারাতে হৃদয়ের পাড়াতে , 
সুধুই তোমার বসবাস , 
তোমার নামে দিলাম লিখে যতন এই আকাশ , 
স্বপ্নেরই নিল আকাশ । 

আর কোন আসা নেই আর কোন ভাষা নেই , 
জীবন মরন তুমি সেই তো । 

ভালবাসা ছারা বেঁচে থাকার কোন মানে নেই তো, 
ভালবাসা ছারা বেঁচে থাকার কোন মানে নেই তো । ( ৪ বার ) 


তোমারই কারনে হাজার বাড়নে , 
হতে পারি বেসামাল , 
তোমার হাতে হাতটি রেখে চাই যে আমি , 
বাঁচতে চিরকাল । 



আর কোন আসা নেই আর কোন ভাষা নেই , 
জীবন মরন তুমি সেই তো । 




ভালবাসা ছারা বেঁচে থাকার কোন মানে নেই তো, 
ভালবাসা ছারা বেঁচে থাকার কোন মানে নেই তো । ( ৪ বার ) 

][ সমাপ্ত ][ 
Blogger দ্বারা পরিচালিত.