TUI AMAR SATHE CHOL (তুই আমার সাথে চল) By Abhradipta Banerjee - Lyrics

TUI AMAR SATHE CHOL (তুই আমার সাথে চল) By Abhradipta Banerjee - Lyrics

Tui Amar Sathe Chol Motion Poster
TUI AMAR SATHE CHOL LYRICSPresenting "TUI AMAR SATHE CHOL"Lyrics most romantic  Song from the upcoming short film "MAYA" in the beautiful voice of Abhradipta Banerjee, composed and written by Abhradipta Banerjee, starring Jovan & Nadia.







Song Credits :
Song: Tui Amar Sathe Chol
Music, Singer & Lyrics: Abhradipta Banerjee
Direction: Vicky Zahed
Starring: Jovan & Nadia


][ TUI AMAR SATHE CHOL FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][ 

বৃষ্টি আর হবে না ,
দিন ফিরে আসবে না ।

বৃষ্টি আর হবে না ,
দিন ফিরে আসবে না  আর ,
রাত্রি উপল ।

পাখি সে গেছে উরে, জিবনের মদ্ধন্তরে বেশ ,
যা হয়েছে বেশ ।

তুই ছিলই যখন , ঘিরে আমার  মন ,
তোরই ছোঁয়ায় সুখের শিরও জীবন ।

তুই আমার সাথে চল ,
দুর সাগর অতল , মুছে চোখের জল ,হাসি এনে দেব ক্ষণ  ।


তুই আমার সাথে চল ... অ ... অ... অ ... অ... ল
তুই আমার সাথে চল ।

দূর ঐ দেশে খুব চেনা নতুন বেশে ,
ডাকছি সরায় তুই আস  ,
নিয়ে এক রাজ কন্না সাঁজ ।


রাজ কন্যে তোর আবেশ ,
ভালোবাসার নতুন এক দেশ ।

পারবই ছুঁতে কি এখন ,
সুধু একটা কথা শোন ।



তুই ছিলই যখন , ঘিরে আমার  মন ,
তোরই ছোঁয়ায় সুখের শিরও জীবন ।


তুই আমার সাথে চল ,
দুর সাগর অতল , মুছে চোখের জল ,হাসি এনে দেব ক্ষণ  ।



তুই আমার সাথে চল ... অ ... অ... অ ... অ... ল
তুই আমার সাথে চল ।

][ সমাপ্ত ][ 
Blogger দ্বারা পরিচালিত.