TUI AMAR SATHE CHOL (তুই আমার সাথে চল) By Abhradipta Banerjee - Lyrics
TUI AMAR SATHE CHOL (তুই আমার সাথে চল) By Abhradipta Banerjee - Lyrics
Tui Amar Sathe Chol Motion Poster |
Song Credits :
Song: Tui Amar Sathe Chol
Music, Singer & Lyrics: Abhradipta Banerjee
Direction: Vicky Zahed
Starring: Jovan & Nadia
][ TUI AMAR SATHE CHOL FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][
বৃষ্টি আর হবে না ,
দিন ফিরে আসবে না ।
বৃষ্টি আর হবে না ,
দিন ফিরে আসবে না আর ,
রাত্রি উপল ।
পাখি সে গেছে উরে, জিবনের মদ্ধন্তরে বেশ ,
যা হয়েছে বেশ ।
তুই ছিলই যখন , ঘিরে আমার মন ,
তোরই ছোঁয়ায় সুখের শিরও
জীবন ।
তুই আমার সাথে চল ,
দুর সাগর অতল , মুছে চোখের জল ,হাসি এনে দেব ক্ষণ ।
তুই আমার সাথে চল ... অ
... অ... অ ... অ... ল
তুই আমার সাথে চল ।
দূর ঐ দেশে খুব চেনা
নতুন বেশে ,
ডাকছি সরায় তুই আস ,
নিয়ে এক রাজ কন্না সাঁজ
।
রাজ কন্যে তোর আবেশ ,
ভালোবাসার নতুন এক দেশ
।
পারবই ছুঁতে কি এখন ,
সুধু একটা কথা শোন ।
তুই ছিলই যখন , ঘিরে আমার মন ,
তোরই ছোঁয়ায় সুখের শিরও
জীবন ।
তুই আমার সাথে চল ,
দুর সাগর অতল , মুছে চোখের জল ,হাসি এনে দেব ক্ষণ ।
তুই আমার সাথে চল ... অ
... অ... অ ... অ... ল
তুই আমার সাথে চল ।
][ সমাপ্ত ][
][ সমাপ্ত ][