PRIYA RE LYRICS - Shahnewaz Chowdhury Miraz | Bengali Song 2021
PRIYA RE MP3 SONG LYRICS BY Shahnewaz Chowdhury Miraz
![]() |
প্রিয়া রে লিরিক্স |
SONG CREDITS :
◉ Song : Priya Re
◉ Singer : Shahnewaz Chowdhury Miraz
◉ Lyrics : Eemce Mihad
◉ Music : Eemce Mihad
◉ Label : Eemce Mihad (Pvt. Relesed)
◉ Release Date : May 22, 2021
PRIYA RE BY MIRAZ FULL SONG
PRIYA RE SONG LYRICS MIRAZ
তাকিয়ে অসমানের দিকে,
সে কি বলো আছে সুখে?
ভাবিয়া কান্দিয়া মরি,
সে যে পাশে নাই।
বিধাতা আমাকে বলো,
কোথায় গেলে তারে পাবো?
যন্ত্রনা গুলো আমাকে
ভেতরে পোড়ায়। - [ ২ বার ]
ভাবতে ভাবতে তারে আমি,
চোখ বুঝিয়া জড়াই ধরি।
চোখ মেলিয়া দেখি আমি,
সে যে বুকে নাই। - [ ২ বার ]
প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া,
কেনো দিলি আমায় ভাঙ্গিয়া?
প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া,
মন দিলি আমার ভাঙ্গিয়া।
প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া,
কেনো দিলি আমায় ভাঙ্গিয়া?
প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া,
মন দিলি আমার ভাঙ্গিয়া।
এখন আমি একা থাকি,
নিজেরে আয়নাতে দেখি,
চোখ দুইটা মেইলা দেখি,
চোখে পানি নাই।
রক্ত জইম্মা হইছে কালো,
তবু তুমি থাকো ভালো।
কষ্ট গুলো পুইষা রাখি,
তোমারই নেশায়। - [ ২ বার ]
ভাবতে ভাবতে তারে আমি,
চোখ বুঝিয়া জড়াই ধরি,
চোখ মেলিয়া দেখি আমি,
সে যে বুকে নাই। - [ ২ বার ]
প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া,
কেনো দিলি আমায় ভাঙ্গিয়া?
প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া,
মন দিলি আমার ভাঙ্গিয়া।
প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া,
কেনো দিলি আমায় ভাঙ্গিয়া?
প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া,
মন দিলি আমার ভাঙ্গিয়া। - [ ২ বার ]
প্রিয়ারে... প্রিয়ারে... প্রিয়ারে...
প্রিয়াপ্রিয়ারে... প্রিয়ারে... প্রিয়ারে...
প্রিয়ারে...রে...
][সমাপ্ত][
আপনার ভালো লাগার মতো আরও কিছু গানঃ
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box