Phiriye Dao Cinemahall Lyrics | Cinemawala | Arijit Singh



PHIRIYE DAO CINEMAHALL Lyrics - Cinemawala | Arijit Singh



Phiriye Dao Cinemahall Lyrics



Presenting the heart-wrenching Song Phiriye Dao Cinemahall Lyrics from Cinemawala starring Parambrata Chatterjee, Paran Bandopadhyay, Sohini Sarkar. This song has been composed by Indraadip Dasgupta and sung by Arijit Singh.

PRODUCTION CREDITS : 

Film : Cinemawala
Starring : Paran Bandopadhyay, Parambrata Chatterjee, Sohini Sarkar & Others
Presented by : Shrikant Mohta & Mahendra Soni.
Produced by : Shree Venkatesh Films
D.O.P : Soumik Halder
Art Direction: Dhananjoy Mondal.
Music & Background Score : Indraadip Dasgupta.
Lyrics: Kaushik Ganguly.
Singer: Arijit Singh
Edit : Subhajit Singha
Story, Screenplay & Direction : Kaushik Ganguly.






চাকায় চাকায় ঘোরে

কাহিনীর ছায়া বাজি খেলা
পর্দা মগ্ন হয়ে থাকে ,
আগুন্তি চোখের দুই বেলায় ,
ইচ্ছে পুরনের তালিক
হাসাহাসি অভিমান গালি,
অথবা বিদায়ি প্রেমে রুমাল ভেঁজে চোখে জ্বল ।
আমাদের ছেলেবেলা ফিরিয়ে দাও ,
সিনেমাহল ...



অরুণ বরুন্নার,কিরণমালার খোঁজ নেই ,
রামের সুমতি দেখে হীরে মানিকও কাঁদবেই ,
বনে আছে ভয় পেলে মা’ র হাত খামছে ধরা
মুখস্ত বলতাম হিরক রাজার সব ছড়া
অন্ধকারের পিঠে আলোর এক চঞ্চল গলি
পর্দায় মিশে গিয়ে গল্পের কত বলা বলি
কানে কানে সুধু একবার
কত গিয়েছি অনুরগল
অথবা বিদায়ি নেমে রূমাল  ভেঁজে
চোখে জ্বল
আমাদের ছেলেবেলা ফিরিয়ে দাও ,
সিনেমাহল ... 
Blogger দ্বারা পরিচালিত.