Abedon Lyrics - Ebong Adil | Sonar Horin
Abedon Lyrics
Abedon Lyrics |
Abedon Production Credits :
Box Film : Sonar Horin
Production : Motion ভাস্কর
Direction : Vicky Zahed & Muhammad Altamish Nabil
DOP : Bidrohi Dipon
Ex. Producer : Mahdy Hasan
Editing : Anupam Raaj
Starring : Zahid Hasan Abhi, ANtara SArker ARthi, Anowar Hossain, Lira Mallick, Ithan Jahid Majid with Others
Song Name: Abedon
Singer & Lyrics: Ebong Adil
Music : Sabbir
Chief AD : Ebong Adil
Second AD : Tahmid Angsu
Production Manager : Iqbal Hossain Iqu
Sound : Md. Jahirul Islam Mohsan
Produced by : Tiger Media Limited
Media Partner : Dhallywood24.com & CinemaPeoples
Abedon Lyrics
হয়তোবা নই আমি কোন রাজার কুমার.........।।
পারবনা দিতে তাদের মত বাড়ি গাড়ি তোমায়.........
এই আমি দেখ আমার মত শুধুই তোমার......
বল ইচ্ছে কি তোমার............।।
হবে কি বল তুমি শুধুই রাজকন্যা আমার.........
বল ইচ্ছে কি তোমার.........
কেন এতো কোন রুপকথা নয়......।।
বল ইচ্ছে কি তোমার,.........।।
জানি ভুলেই যাবে তুমি হবে না আমার.........।।
হয়তো বা একদিন হয়ে যাবে অন্য কারো......।
মিছে এই আমি শুধু স্বপ্ন দেখি......।।
রাজকন্যা কি করে আমার হয়......।
তবুও তুমি রবে মনে জেনে রাখ.........
বল ইচ্ছে কি তোমার.........।
পরবে কি আমায় মনে তোমার ভুলেও কখনো.........
এর চেয়ে ভালো হয়ো আমার রাজকন্যা যেন......
বল ইচ্ছে কি তোমার......।।
বল ইচ্ছে কি তোমার......।
হয়তোবা আছি আমি অনেক দূরে.........
চেয়েছিলাম শুধু তুমি আমারই হবে............
চাইনি তো আমি অন্য কিছু.........
যেখানেই আমি থাকিনা কেন......।।
মন যে ছুটে তোমারই পিছু......।।
তাতে কি দেখ ডাকছি তোমায় গানের সুরে......।
তুমি হবে কি আমার???
গান গেয়ে বলি ভালোবাসি আমি তোমায় কত......
ফুরাবেনা কবু ভালোবাসা আমার যত......
বল ইচ্ছে কি তোমার.........।।
বল ইচ্ছে কি তোমার............
বল ইচ্ছে কি তোমার.........