Choker Oi Tarate ( Niyoti ) - Lyrics


Choker Oi Tarate ( Niyoti ) - Lyrics

Choker Oi Tarate Lyrics



Song - Choker Oi Tarate ( Full Video)
Movie - Niyoti
Artist - Arifin Subho, Jolly and others
Singer - Shaan, Nancy
Composer - Savvy
Lyricist - Priyo
Producer - Eskay Movies & Jaaz Multimedia
Director - Zakir Hussain Raju
Banner - Eskay Movies


চোখের ঐ তাঁরাতে, স্বপ্নেরই ছোঁয়াতে
এঁকে দেবো এ মনের ছবি , (২ x )

যত কথা যত সুর
মেঘ ভাঙা রোদ্দুর,
সবই দেবো তোকে শুধু ভাবি। ( 2x)

মন হারালো, এ মন হারালো,
মন তরই প্রেমে ডানা ভাসালো (2x)

কবে থেকে শুরু , বুক দুরু দুরু ,
কবে হলো এই প্রেম জানি না ...। (2x)

জেগে থাকি রাতে , তোরই ভাবনাতে ,
দুটি চোখে ঘুম আর আসেনা ।

যত কথা যত গান ,
কিছু মান অভিমান ,
সবই দেবো তোকে শুধু ভাবি। ( 2x)

মন হারালো, এ মন হারালো,
মন তরই প্রেমে ডানা ভাসালো (2x)

চোখে চোখে চাওয়া,
তোলে ঝরো হাওয়া ,

বুকে সেই ঝড় আর থামে না , (2x)

তবু ভালো লাগে, ভালোবাসা জাগে,
তোকে কাছে চাওয়া থামে না ।
যত কথা যত সুর
মেঘ ভাঙা রোদ্দুর,
সবই দেবো তোকে শুধু ভাবি। ( 2x)

মন হারালো, এ মন হারালো,
মন তরই প্রেমে ডানা ভাসালো (4x)


Blogger দ্বারা পরিচালিত.