HOK NA MAGIC LYRICS - ANUPAM ROY | BENGALI SONG 2021
HOK NA MAGIC LYRICS BY ANUPAM ROY MAGIC 2021
![]() |
Hok Na Magic By Anupam Roy |
HOK NA MAGIC LYRICS : Presenting Hok Na Magic Song Lyrics in Bangla and English.This song is sung by Anupam Roy and Lyrics penned by Raja Chanda.This is a track from the Bengali Movie MAGIC featuring : Ankush Hazra, Oindrila Sen, Paayel Sarkar, Debshankar Halder, Bidipta Chakraborty, Pean Sarkar & others.
SONG CREDITS -
■ Title: Hok Na Magic
■ Singer: Anupam Roy
■ Lyrics : Raja Chanda
■ Music : Dabbu
■ Label : Surinder Films
■ Release Date : Jan 20, 2021
■ Singer: Anupam Roy
■ Lyrics : Raja Chanda
■ Music : Dabbu
■ Label : Surinder Films
■ Release Date : Jan 20, 2021
HOK NA MAGIC FULL SONG
HOK NA MAGIC BY ANUPAM ROY LYRICS IN BANGLA
একটা ছুটি দিচ্ছে এনে ঘর,
ছুটো ছুটির শেষ হল এইবার।
ছুটতে ছুটতে হাপ ধরেছে পায়ে,
ঘড়ির কাঁটায় সময় অন্তঃসার।
ছুটতে ছুটতে বাস রাস্তার মোড়,
হ্যান্ডেলে হাত ধরতেই হবে ঠিক।
মনমরা মন মরিয়া হয়ে বলে,
হয়ে যাবে আজ আরেকটা ম্যাজিক।
হাত বাড়ালেই পড়বে ধরা চোখ,
হোক না ম্যাজিক,
আবার শুরু হোক। - [ ২ বার ]
মুখোমুখি ডাকা ইশারায়,
ধুলোমাখা চৌরাস্তায়,
দেখা - না দেখার ভিড়ে।
বালি ঘর নোনা দেওয়ালে,
ছিঁড়ে যাওয়া স্বপ্ন জালে,
রয়েছো এ বুক জুড়ে।
হাঁটতে হাঁটতে মেঘলা হলো মন,
জল কুয়াশায় ভরেছে চারিদিক।
এক জাদুকর বলবে জ্বেলে আলো,
হয়ে যাক আজ আরেকটা ম্যাজিক।
হাত বাড়ালেই পড়বে ধরা চোখ,
হোক না ম্যাজিক,
আবার শুরু হোক। - [ ২ বার ]
][সমাপ্ত][
ছুটো ছুটির শেষ হল এইবার।
ছুটতে ছুটতে হাপ ধরেছে পায়ে,
ঘড়ির কাঁটায় সময় অন্তঃসার।
ছুটতে ছুটতে বাস রাস্তার মোড়,
হ্যান্ডেলে হাত ধরতেই হবে ঠিক।
মনমরা মন মরিয়া হয়ে বলে,
হয়ে যাবে আজ আরেকটা ম্যাজিক।
হাত বাড়ালেই পড়বে ধরা চোখ,
হোক না ম্যাজিক,
আবার শুরু হোক। - [ ২ বার ]
মুখোমুখি ডাকা ইশারায়,
ধুলোমাখা চৌরাস্তায়,
দেখা - না দেখার ভিড়ে।
বালি ঘর নোনা দেওয়ালে,
ছিঁড়ে যাওয়া স্বপ্ন জালে,
রয়েছো এ বুক জুড়ে।
হাঁটতে হাঁটতে মেঘলা হলো মন,
জল কুয়াশায় ভরেছে চারিদিক।
এক জাদুকর বলবে জ্বেলে আলো,
হয়ে যাক আজ আরেকটা ম্যাজিক।
হাত বাড়ালেই পড়বে ধরা চোখ,
হোক না ম্যাজিক,
আবার শুরু হোক। - [ ২ বার ]
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box