Michil ( মিছিল ) Bangla Lyrics - TANJIB SAROWAR | Obelay ( Album )

MICHIL BY TANJIB SAROWAR FULL SONG LYRICS  : 
Michil-By-Tanjib-Sarowar-Lyrics
মিছিল ( তানজিব ) লিরিক্স 
MICHIL LYRICS BY TANJIB SAROWAR : Presenting '' Michil '' Bangla Romantic Song Lyrics in Bangla.This song is sung By Tanjib Sarowar and Lyrics Planned By Md Tariqul Islam.















SONG CREDITS [ Michil ] : 

Singer : Tanjib Sarowar 
Lyric : Md Tariqul Islam
Tune : Tanjib Sarowar
Music : Imtiaz Mojumder Bibek
Album : Obelay


][ MICHIL BY TANJIB SAROWAR BANGLA FULL SONG LYRICS IN BANGLA ][ 

কোথায় যাবো তোকে ছেড়ে , 
কোথায় যাবি হৃদয় কেড়ে । 
তোকে দিয়ে দিন শুরু হয় , 
তোকে ভেবে রাত্রি বিদায় ।

মরেই যাবো তুই হীনারে
ঠাই না দিলে মনের কিনারে ।

তোর জন্যে আমার এ মিছিল ,
যে মিছিল শুধুই প্রেমেরে ,
সে প্রেমে তোর আমার শুরু ,
সে শুরুর চাইনা সমাপ্তি ।

তাই এবার আয় সেই মিছিলে হারাই ।
......

কোথায় যাবো তোকে ছেড়ে , 
কোথায় ...।

হৃদয়ের আয়না , ধরে যে বায়না
নয়নে তোরেই রাখি ।
অবুঝের বায়না বোঝানো যায়না ,
পাগলামো করতে বাকি ।


মরেই যাবো তুই হীনারে
ঠাই না দিলে মনের কিনারে ।

তোর জন্যে আমার এ মিছিল ,
যে মিছিল শুধুই প্রেমেরে ,
সে প্রেমে তোর আমার শুরু ,
সে শুরুর চাইনা সমাপ্তি ।

তাই এবার আয় সেই মিছিলে হারাই ।
......

বাঁচার জন্য যদি
হাজারটা জীবন পাই
সব জীবনে এই আমি
তোকে মন শুধু চায় ।

.........

মরেই যাবো তুই হীনারে
ঠাই না দিলে মনের কিনারে ।

তোর জন্যে আমার এ মিছিল ,
যে মিছিল শুধুই প্রেমেরে ,
সে প্রেমে তোর আমার শুরু ,
সে শুরুর চাইনা সমাপ্তি ।

তাই এবার আয় সেই মিছিলে হারাই ।

কোথায় যাবো তোকে ছেড়ে , 
কোথায় যাবি হৃদয় কেড়ে । 
তোকে দিয়ে দিন শুরু হয় , 
তোকে ভেবে রাত্রি বিদায় ।

কোথায় যাবো তোকে ছেড়ে , 
কোথায় ...।

][ সমাপ্ত ][ 



:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 

আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.