Dhakanama (ঢাকানামা ) Lyrics - Joler Gaan

DHAKANAMA LYRICS BY JOLER GAAN

Dhakanama By Joler Gaan
ঢাকানামা লিরিক্স 

DHAKANAMA LYRICS BY JOLER GAAN :
' Dhakanama' is a Bengali Song, Sung by the band Joler Gaan.Dhakanama Song lyrics is penned by Rahul Ananda.This song is about the capital city Dhaka.





SONG CREDITS:
■ Title: Dhakanama
■ Singer: Joler Gaan
■ Lyrics : Rahul Ananda
■ Music : Rahul Ananda
■ Label : Joler Gaan
■ Release Date : Jan 6, 2021

DHAKANAMA BY JOLER GAAN


DHAKANAMA LYRICS IN BANGLA

অচেনা রাস্তায়, তিনচাকা রিক্সায়।
অচেনা রাস্তায়, তিনচাকা রিক্সায়,
বিপরীতমুখী চেনা মুখ,
ও...বিপরীতমুখী চেনা মুখ।

ইট কাঠ পাথরে,
উঁকি মারে অন্দরে।

ইট কাঠ পাথরে,
উঁকি মারে অন্দরে,
"ভালোবাসা" নামের অসুখ,
"ভালোবাসা" নামের অসুখ।

লাখো মানুষের ভীড়ে,
বুড়িগঙ্গার তীরে।

লাখো মানুষের ভীড়ে,
বুড়িগঙ্গার তীরে,

খুনসুটি আহ্লাদ,
আড্ডায় ফুটপাত,
মশারীর সংসারে-কত শত কাটে রাত। - [ ২ বার]
বিস্ময়ে ভরা চার চোখ।

"ভালোবাসা" নামের অসুখ,
"ভালোবাসা" নামের অসুখ।

দেয়ালে দেয়ালে,
আজব খেয়ালে।
দেয়ালে দেয়ালে,
আজব খেয়ালে।

স্লোগান কবিতা দ্রোহে
সময়ের দাবী উড়ে,
পোষ্টার বিলবোর্ডে
রাতজাগা প্রেম করে। - [ ২ বার ]
ময়ুরী আর মারজুক।

"ভালোবাসা" নামের অসুখ,
"ভালোবাসা" নামের অসুখ।

আবোলতাবোল,
হযবরল বোল,
আবোলতাবোল,
হযবরল বোল,
আবোলতাবোল,
হযবরল বোল।
আবোলতাবোল,
হযবরল বোল।

এলোমেলো গলি - নকশা আঁকা,
পুরোটাই খোলা - নাম তবু ঢাকা।

আবোলতাবোল,
হযবরল বোল,
আবোলতাবোল,
হযবরল বোল।

পাগলা হাওয়ায় ভাসাই
পালক বুক,
নিজ মুখে দেখি,
আপন প্রিয়মুখ।

আবোলতাবোল,
হযবরল বোল,
আবোলতাবোল,
হযবরল বোল।

ঢাকাই শাড়ি রেশমী হাওয়ায় উড়ে,
"ঢাকা" খোলা থাকে - বাহিরে-অন্দরে।
ঢাকাই শাড়ি রেশমী হাওয়ায় উড়ে,
"ঢাকা" খোলা থাকে - বাহিরে-অন্দরে।

পাগলা হাওয়ায় ভাসাই
ঘুড্ডি বুক...
নিজ মুখে দেখি,
আপন আগুনমুখ।

"ভালোবাসা" নামের অসুখ,
"ভালোবাসা" নামের অসুখ।
ভালোবাসা - ভালোবাসা - ভালোবাসা
"ভালোবাসা" নামের অসুখ।
][সমাপ্ত][
বাংলা নতুন সব গানের নির্ভুল এবং গোছানো লিরিক্স পেতে ভিজিট করুন MYLYRICSWIKI.COM

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.