Bhalolage Tomake ( ভালো লাগে তোমাকে ) Lyrics - Arijit Singh And Anwesshaa | Tomake Chai ( 2017 )

BHALOLAGE TOMAKE MP3 SONG LYRICS : 
Bhalolage-Tomake-Bangla-Song-Lyrics
ভালো লাগে তোমাকে ( তোমাকে চাই ) লিরিক্স 

BHALOLAGE TOMAKE LYRICS FROM Tomake Chai : Presenting '' Bhalolage Tomake'' Bangla Song Lyrics In Bangla.The song is sung by Arijit Singh and Anwesshaa and composed by Indraadip Dasgupta.










SONG CREDITS [ Bhalolage Tomake ] :
Song: Bhalolaage Tomake
Movie: Tomake Chai
Singers: Arijit Singh & Anwesshaa
Lyrics: Prasen
Composer: Indraadip Dasgupta


BHALOLAAGE TOMAKE BANGLA SONG LYRICS IN BANGLA 

ভালো  লাগে তোমাকে 
কাছাকাছি পেলে
ভালবাসি তুমিও 
কাছাকাছি এলে । 

অন্য তখন , চোখের ধরন
অন্য রকম , পায়ের চলন । 

তুমি আসে পাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে
তুমি এক নিমেশে ভালবেসে আমায় বাঁচালে ,  
 তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে । 


ভালো  লাগে তোমাকে 
কাছাকাছি পেলে
ভালবাসি তুমিও 
কাছাকাছি এলে । 


ও... তোমার হাসি , হাতছানি দাও ,
হারিয়ে যাবো আমি তোমার ভিড়ে ।

তোমার ঘুমের পর্দা সরাও ,
বৃষ্টি হব আমি জানলার পারে ।

তুমি আসে পাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে ,  
তুমি এক নিমেশে ভালবেসে আমায় বাঁচালে ,  
 তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে । 


ভালো  লাগে তোমাকে 
কাছাকাছি পেলে
ভালবাসি তুমিও 
কাছাকাছি এলে । 


ও... তোমায় নিয়ে ব্যস্ত যখন
অন্য কিছু আমি শুনতে না পাই ।
ও... তোমার হাতেই বাঁচন মরণ ,
আমার পাশে শুধু তোমাকে চাই ।



তুমি আসে পাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে
তুমি এক নিমে শে ভালবেসে আমায় বাঁচালে
 তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে ।


ভালো  লাগে তোমাকে 
কাছাকাছি পেলে
ভালবাসি তুমিও 
কাছাকাছি এলে ।

][ সমাপ্ত ][ 



:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 


আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.