Kache Ashar Utshobe ( কাছে আসার উৎসবে ) Lyrics | Minar Rahman

KACHE ASHAR UTSHOBE FULL MP3 SONG LYRICS : 

Kache-Ashar-Utshobe-By-Minar-Mp3-Song
কাছে আসার উৎসবে ( মিনার ) লিরিক্স 
KACHE ASHAR UTSHOBE LYRICS BY MINAR  : Presenting '' Kache Ashar Utshobe'' Bangla Song Lyrics In Bangla.This song has been sung by Minar Rahman and Lyrics Planned By Minar Rahman.This is the track from CLOSEUP KACHE ASHAR GOLPO.







SONG CREDITS [ Kache Ashar Utshobe ] :

Singer : Minar Rahman
Lyrics and Tune : Minar Rahman
Album : Kache Ashar Golpo 2017

KACHE ASHAR UTSHOBE BY MINAR RAHMAN LYRICS IN BANGLA 

আমি বৃষ্টির ফোটায়
তোমায় দেখছি ।
জানিনা তুমি আমায়
দেখছো কি ।

উদাসী বিকেল আর
ক্লান্ত দুপুরে ভাবছি ।
জানিনা তুমি
আমায় ভাবছো কি ।

কথা হয়
দেখা হয়না ,
জানিনা জানিনা কেন ?
শোনা হয় জানা হয়না
 বুঝিনা বুঝিনা কেন ?

এভাবে আর কতদিন
চলবে চলছে যেভাবে ?
চলনা মেতে উঠি ,
কাছে আসার এই উৎসবে ।  - [ বার ]

কাছে আসার এই উৎসবে ।

দক্ষিণের খোলা জানালায় তাকিয়ে দেখি
গোধুলির আলোয় মিশে থাকা তোমাকে ,
ধোয়া ওঠা কোন ব্যস্ত চায়ের কাপে ,
হয়তো ভাবছ তুমি এই আমাকে ।

কথা হয়
দেখা হয়না ,
জানিনা জানিনা কেন ?
শোনা হয় জানা হয়না
 বুঝিনা বুঝিনা কেন ?


এভাবে আর কতদিন
চলবে চলছে যেভাবে ?
চলনা মেতে উঠি ,
কাছে আসার এই উৎসবে ।  - [ বার ]

কাছে আসার এই উৎসবে ।

][ সমাপ্ত ][ 



:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 

আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.