PROTHOM BHALOBESHE ( প্রথম ভালবেসে ) - Bangla Lyrics | TAHSAN

PROTHOM BHALOBESHE ( প্রথম ভালবেসে ) - Bangla Lyrics | TAHSAN
প্রথম ভালবেসে লিরিক্স 


Prothom Bhalobeshe By Tahsan
PROTHOM BHALOBESHE BY TAHSAN 
Prothom Bhalobeshe ( প্রথম ভালবেসে ) Bangla song By Tahsan,This Song is Sung By Tahsan,Music Composed By Pritom Hasan.Presenting PROTHOM BHALOBESE LYRICS। প্রথম ভালবেসে লিরিক্স , 


Song: Prothom Bhalobeshe

Singer: Tahsan Khan

Composer: Pritom Hasan

Album: Ami Prothom Bhalobeshe





PROTHOM BHALOBESHE ( প্রথম ভালবেসে ) Lyrics :



কোন পথে গেছো চলে বল
  কোন অজানায় ... ঠিকানায় ,
ভেসে আসা... হাওয়া মেঘ জানে না
তুমি কোথায় আমি কোথায় ।



বলতে চাই না তুমি নেই পাশে ,
ভাঙবে না প্রেম কোন ঝরে ...
যেন আজ আঁধারে ভয় নেই,
ভালবাসা ... আছে এখানে ।


ভুলে যাওয়া কি যায় , প্রথম ভালবেসে ...
ভুলে যাওয়া কি যায় , প্রথম ভালবেসে ...


ধূসর বালুকনা, করে নিলঝর দেখে চোখে ,
ও রঙিন আলপনা বেরঙ্গিন হয় একেলা থেকে ।
অনেক এলোমেলো দিন পাশে ঘিরেছিলও আমায় ,
তবু জড়িয়ে রেখেছি প্রণয়ে ...




স্মৃতির পাতাগুলো খুলে দেখে নিয়ো তখন ,
সব সুর শুধু গেছো এরিয়ে ্‌,




যেন আজ আঁধারে ভয় নেই,
ভালবাসা ... আছে এখানে ।



ভুলে যাওয়া কি যায় , প্রথম ভালবেসে ...
ভুলে যাওয়া কি যায় , প্রথম ভালবেসে ...

][ সমাপ্ত ][ 
Blogger দ্বারা পরিচালিত.