SHEI MEYETA ( সেই মেয়েটা ) - LYRICS | TAHSAN

SHEI MEYETA BY TAHSAN FULL MP3 SONG LYRICS IN BANGLA :

Shei Meyeta By Tahsan Bangla Lyrics
 সেই মেয়েটা ( তাহসান )  লিরিক্স
SHEI MEYETA LYRICS BY TAHSAN :Presenting'' Shei Meyeta '' Bengali Romantic Song Lyrics in Bangla.This song is sung By TAHSAN & Lyrics planned by Sirajum Munir.This is a track of the telefilm SHEI MEYETA.







SONG CREDITS :  

Singer : Tahsan 
Lyric : Sirajum Munir 
Tune & Music: Sajid Sarker 
Telefilm : Shei Mayeta
Label : Cd Choice





[ SHEI MEYETA BY TAHSAN FULL OFFICIAL MUSIC VIDEO ]


][ SHEI MEYETA BY TAHSAN BENGALI SONG LYRICS IN BANGLA ][

সুখের গান হয়ে ফিরবে ভেবেছি ,
প্রেম কুড়নো আনা গোণা সুরে ,
সব সুর হয়ে ছন্নছাড়া ,
সেই মেয়েটা তুমি আজও দূরে ।


কত রাত প্রহর হয়েছে ভোর
সেই স্মৃতি গুলো বুকে নিয়ে ,
কেন এলে আজ বল  এভাবে,
যাবেই যদি দূরে হারিয়ে ।


 সুখের গান হয়ে ফিরবে ভেবেছি ,
প্রেম কুড়নো আনা গোণা সুরে ।


নেই কোন ওজুহাত শুন্য ঘরে ,
দুচোখের আয়নাতে আঁধার ,
বিঁধেছে কষ্ট শেকড় হয়ে ,
হারিয়ে মায়া ভালবাসা ।


কত রাত প্রহর হয়েছে ভোর
সেই স্মৃতি গুলো বুকে নিয়ে ,
কেন এলে আজ বল  এভাবে,
যাবেই যদি দূরে হারিয়ে ।




সুখের গান হয়ে ফিরবে ভেবেছি ,
প্রেম কুড়নো আনা গোণা সুরে ...


আজ ঘুম ভাঙা পৃথিবী সাক্ষী রবে,
জড়িয়ে মায়া চাদরে ,
থাকবো মনের জানালা খুলে,
ফিরে এসো এ হ্রদয় এ ...



কত রাত প্রহর হয়েছে ভোর
সেই স্মৃতি গুলো বুকে নিয়ে ,
কেন এলে আজ বল  এভাবে,
যাবেই যদি দূরে হারিয়ে ।




সুখের গান হয়ে ফিরবে ভেবেছি ,
প্রেম কুড়নো আনা গোণা সুরে ,
সব সুর হয়ে ছন্নছাড়া ,
সেই মেয়েটা তুমি আজও দূরে । 

][ সমাপ্ত ][ 

বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।
Blogger দ্বারা পরিচালিত.