Elomelo (Kromosho) LYRICS - Vikings | Runout
Elomelo (Kromosho) LYRICS - Vikings
ELOMELO BY VIKINGS LYRICSELOMELO BY VIKINGS BANGLA LYRICS
ELOMELO BY VIKINGS |
Presenting Runout Bangla Movie Song ''Elomelo'' Lyrics.This Song is Sung By Bangla Band Vikings.
BAND : VIKINGS
MOVIE : RUNOUT
DIRECTED BY : TONMOY TANSEN
শেষ বিকেলের আলোয়
পথের প্রান্তে দৃষ্টি মেলে
সব হারানো বুকে
এ শহরের এক অচেনা ছেলে
দাঁড়িয়ে আছে নিথর অবিচল ঝড়ের
খোঁজে
শত আঘাতে চৌচির তাই তো সে আজ
ঝড়কে বোঝে
তবুও অন্ধ হাহাকার এসে গোপনে
চোখের কোণ জমে
আরও দূর
বহুদূর
যেতে হবে আছে জানা
পিছু নেই
ফেরা নেই
পিছু ফেরা তার মানা
আরও দূর
বহুদূর
যেতে হবে আছে জানা
পিছু নেই
ফেরা নেই
পিছু ফেরা তার মানা
হতে পারতো তারও জীবন অন্য সবারই
মতো
চেয়েছিল সে ছুটবে
মুঠোয় পুরবে
স্বপ্ন যত
হঠাৎ ভাঙ্গে ঘোর
ধ্বংস এ প্রহর
ঝড়ের মাঝে
সব হারানো বুকে
অচেনা ছেলে ঝড়ের খোঁজে
“
তবুও অন্ধ হাহাকার এসে গোপনে
— Vikings
তবুও অন্ধ হাহাকার এসে গোপনে
চোখের কোণে জমে
আরও দূর
বহুদূর
যেতে হবে আছে জানা
পিছু নেই
ফেরা নেই
পিছু ফেরা তার মানা
আরও দূর
বহুদূর
যেতে হবে আছে জানা
পিছু নেই
ফেরা নেই
পিছু ফেরা তার মানা
স্বচ্ছ যত
গভীর ক্ষত
অবাক চেয়ে রয়
ভেঙ্গেচুরে
যাচ্ছে পুড়ে
হেরে যাবার ভয়
হারানো স্বপ্নরা বুকের গভীরে
ঘুমিয়ে
স্বান্তনা দেয় কভু মাঝে মাঝে তবু
কেন বিষণ্ণতা?
কেন এ শূন্যতা?
কেন এ শূন্যতা?
কেন এ শূন্যতা?
কেন এ শূন্যতা?
কেন এ শুন্য আঁধার?
আজ আবার একাকার, বারেবার?
ক্লান্তির হাঁটা পথ না থামে না
কবে শেষ হবে পথ জানে না…
আরও দূর
বহুদূর
যেতে হবে আছে জানা
পিছু নেই
ফেরা নেই
পিছু ফেরা তার মানা
আরও দূর
বহুদূর
যেতে হবে আছে জানা
পিছু নেই
ফেরা নেই
পিছু ফেরা তার মানা
(end)