Ami Raji ( আমি রাজি ) - Lyrics | Prem Ki Bujhini Bengali Song 2016

Ami Raji ( আমি রাজি ) - Lyrics | Prem Ki Bujhini Bengali Song 2016


AMI RAJI- PREM KI BUJHINI - 2016

AMI RAJI LYRICS : Ami Raji is a Kolkata Bangla Movie Romantic Song Sung By famous Indian Singer Ash King and Subhashree.This song is composed By Talented Indian Music Director Savvy.Ami Raji Lyrics By Prosen.Enjoy Ami Raji Song With Lyrics.Prem Ki Bujhini Bengali Song 2016









Movie :- Prem Ki Bhujini (Love Not Understood)
Starring :- OM and Subhashree
Singer :- Ash King and Madhubanti
Composer :- Savvy
Lyrics :- Prosen



AMI RAJI ( আমি রাজি) Full Song Lyrics : 


আমি রাজি, আমি রাজি ,  তোর আশেপাশে ছায়া হয়ে চলতে ,

আমি রাজি, আমি রাজি ,  তোর সাথে হাতে হাত রেখে চলতে ।


তুই শুরু তুই শেষ , তুই আমার অভ্যেস ,
তোর হাসি মেখে এ শহর , হাসি খুশি লাগে বেশ ।

তুই শুরু তুই গান , বেড়ে চলা অভিমান ,
সারাদিন পাশে থাকলে ও ... কাটে না যে তোর রেশ ।


আমি রাজি, আমি রাজি ,  তোর আশেপাশে ছায়া হয়ে চলতে ,
আমি রাজি, আমি রাজি ,  তোর সাথে হাতে হাত রেখে চলতে ।


চাইলে ঘুরবো রে , চাইলে উড়বো রে ,
তোর হাত ধরে ,
চাইলে ছুটবো রে , চাইলে ভাঙবো সেই মানা ঐ পাড়ের । 



সব সাহসের মাত্রা তুই এর বেশি কিছু নয় । 

আমি রাজি, আমি রাজি ,  তোর আশেপাশে ছায়া হয়ে চলতে ,
আমি রাজি, আমি রাজি ,  তোর সাথে হাতে হাত রেখে চলতে ।


হয়তো তোর নামে , হয়তো তোর রাগে , 
পাই ... আমি ভয় , 
তাওতো তোর সাথে কাটাতে ভাল্লাগে কিছু টা সময় । 



ও ... মন ভালো করা বৃষ্টি তুই , 
এর বেশি কিছু নয় । 


আমি রাজি, আমি রাজি ,  তোর আশেপাশে ছায়া হয়ে চলতে ,
আমি রাজি, আমি রাজি ,  তোর সাথে হাতে হাত রেখে চলতে ।

][ সমাপ্ত ][ 
Blogger দ্বারা পরিচালিত.