Beporowa Mon (বেপরোয়া মন) - Lyrics | Habib Wahid
Beporowa Mon ( বেপরোয়া মন ) - Lyrics | Habib Wahid
Beporowa By Habib Wahid Lyrics : Beporowa Is a Bangla Romantic Song sung By Famous Bangladeshi Singer Habib Wahid.This song is sung By Him and Lyrics By Riddhi.Presenting Beporowa By Habib Wahid Bangla Lyrics.
Singer: Habib Wahid (হাবিব ওয়াহিদ)
Star Cast: Habib Wahid, Tanjin Tisha
Lyrics: Riddhi
Composer: Habib Wahid
DOP: Aaaron
Choreographer: Anonno Mamun Team
Beporowa By Habib Wahid |
Singer: Habib Wahid (হাবিব ওয়াহিদ)
Star Cast: Habib Wahid, Tanjin Tisha
Lyrics: Riddhi
Composer: Habib Wahid
DOP: Aaaron
Choreographer: Anonno Mamun Team
][ BEPOROWA MON FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][
ও রে মন বেপরোয়া কেন আজ ,
ও রে মন বেপরোয়া কেন আজ ,
একবার শোন মুছে দেই প্রেমেরই লাজ ।
চলে গেল আজ মনেরই তারারা
সুখে মতের হৃদয় গৃনারা ,
ছুয়ে যাবার তোকে আজ
তুই দিলে ইশারা
ও রে মন বেপরোয়া কেন আজ ,
একবার শোন মুছে দেই প্রেমেরই লাজ ।
খুনের দেশে চল না ছুটে যাই ,
মেঘের শেষে তোকে যে খুঁজে পাই ,
আদর করে কাছে টেনে নেই সেই অবাক
ও ও তোকে বিনা ভাললাগে না ,
প্রেমের সীমা করেছি আমি পার ,
আদর করে কাছে টেনে নেই সেই আবার ,
চলে গেল আজ মনেরই তারারা
সুখে মতের হৃদয় গৃনারা ,
ছুয়ে যাবার তোকে আজ
তুই দিলে ইশারা ।
ও রে মন বেপরোয়া কেন আজ ,
একবার শোন মুছে দেই প্রেমেরই লাজ ।
][ সমাপ্ত ][