Shopno Jabe Bari Amar Lyrics | স্বপ্ন যাবে বাড়ী আমার ২ - লিরিক্স

SHOPNO JABE BARI AMAR MP3 SONG LYRICS 


                   স্বপ্ন যাবে বাড়ী আমার ২

Shopno Jabe Bari Amar 2 Lyrics : Shopno Jabe Bari Amar 2 is a Bangla Beautiful Song.This song was Composed By Famous Bangladeshi Composer and Music Director Habib Wahid. And Sung By Mithun Chakra. This song is from Grammenphone TVC. 


SONG CREDITS : 
◉ Song :  Shopno Jabe Bari Amar 2
◉ Singer : Mithun Chakra
◉ Lyrics :  Rasel Mahmud
◉ Music : Habib Wahid
◉ CO Music Producer: Pritom Hasan
◉ Release Date : Sep 21, 2016


Shopno Jabe Bari Amar Full Song


SHOPNO JABE BARI AMAR SONG LYRICS

স্বপ্ন টানে দিলাম পারি
অচিন পথে আপন ছাড়ি। 
স্বপ্ন টানে দিলাম পারি
 অচিন পথে আপন ছাড়ি। 

পেছন ফেলে উঠান বাড়ি, 
প্রিয় মুখ আর স্মৃতির শাড়ি। 

মন বলে চল ফিরে আবার, 
স্বপ্ন যাবে বাড়ি আমার। 
মন বলে চল ফিরে আবার, 
স্বপ্ন যাবে বাড়ি আমার। 

আসছে সিঁড়ি, বছর ঘুরে,
দিচ্ছেরে ডাক, আপন সুরে। 

আসছে সিঁড়ি, বছর ঘুরে,
দিচ্ছেরে ডাক, আপন সুরে। 

যাচ্ছি আমার স্বপ্নপুরে,
চেনা পথের বহুদূরে। 

এইতো সময় ফিরে আসার
 স্বপ্ন যাবে বাড়ি আমার। 
এইতো সময় ফিরে আসার
স্বপ্ন যাবে বাড়ি আমার। - [ ২ বার ] 
][সমাপ্ত][ 

Blogger দ্বারা পরিচালিত.