OJOSRO KABBO LYRICS (অজস্র কাব্য) - Piran Khan ft. Rb Munad & Nilam Sen
OJOSRO KABBO MP3 SONG LYRICS Piran Khan ft. Rb Munad & Nilam Sen
![]() |
অজস্র কাব্য |
Credits -
- Song : Ojosro Kabbo
- Singer : Rb Munad & Nilam Sen
- Lyrics - Syada Naim
- Music - Piran Khan
- Film -
- Label : Piran Khan (Pvt. Release)
- Release Date : Aug 31, 2020
OJOSRO KABBO FULL SONG
OJOSRO KABBO BY PIRAN KHAN LYRICS
অজস্র স্বপ্নের ভিড়ে,
তোমায় দেখি আজ।
আমার সমস্ত কল্পনা
জুড়ে তোমার বসবাস।
অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা,
অফুরন্ত ভালবাসা নিয়ে,
তোমার অপেক্ষায় থাকা।
জানি তুমি ফিরে আর তাকাবেনা,
নেই কোন পিছুটান,
ফিরে আসবে তুমি আমার কাছে
কোন এক আহবানে। - [ ২ বার ]
ভালোবাসি তোমায় অবিরত
থাকতে চাই তোমার পাশে।
ছায়ার মত হয়ে,
আরেকটি বার ফিরে আসতে।
আজ তুমি নেই আমার পৃথিবীতে,
তোমায় নিয়ে স্বপ্ন আমার বিপরীতে।
জানি তুমি ফিরে আর তাকাবেনা,
নেই কোন পিছুটান,
ফিরে আসবে তুমি আমার কাছে
কোন এক আহবানে। - [ ২ বার ]
চলে যদি যাবে চলে
কেন এসেছিলে?
যাচ্ছ চলে দূরে...বহু-দূরে,
যাচ্ছে ভেঙ্গে স্বপ্নগুলো ধীরে ধীরে।
জানি তুমি ফিরে আর আসবেনা
এই আহবানে,
জানি তুমি ফিরে আর তাকাবেনা
নেই কোন পিছুটান।
ফিরে আসবে তুমি আমার কাছে
কোন এক আহবানে।
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box