Bondho Moner Duar Diyechi Khule Lyrics - Asha Bhosle
Bondho Moner Duar Diyechi Khule Lyrics By Asha Bhosle
![]() |
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে |
Credits -
- Song : Bondho Moner Duar Diyechi Khule
- Singer : Asha Bhosle
- Lyrics - Swapan Chakraborty
- Music - Swapan Chakraborty
- Film - Mohonar Dike (1983)
- Label : Saregama India Ltd, A RPSG Group Company
- Release Date : 1983
Bondho Moner Duar Diyechi Khule Cover By Souradipta Ghosh
Bondho Moner Duar Diyechi Khule Lyrics in Bangla
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে,
এসেছে ফাগুন হওয়া,
এখন সবই দেবার পালা,
নেই তো কিছু চাওয়া। - [ ২ বার ]
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে।
নাই বা রইলো কোনো আয়োজন,
নেই তো কোনো কিছু প্রয়োজন।
নাই বা রইলো কোনো আয়োজন,
নেই তো কোনো কিছু প্রয়োজন,
মনের মাধুরী মিশিয়ে দিয়েছি,
পেয়েছি পরম পাওয়া।
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে।
আসুক আঁধারের রাতি,
জেলে দেবো প্রেমের বাতি।
আসুক আঁধারের রাতি,
জেলে দেবো প্রেমের বাতি,
এইতো শুরু জীবন সাগরে,
তরণী বেয়ে যাওয়া।
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে,
এসেছে ফাগুন হওয়া।
এখন সবই দেবার পালা,
নেই তো কিছু চাওয়া।
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে।
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box