Porojibi Shohorer Gaan Lyrics (পরজীবী শহরের গান) - Masha Islam | Ladies & Gentlemen

POROJIBI SHOHORER GAAN MP3 SONG LYRICS Pavel Areen feat. Masha Islam

porojibi shohorer gaan lyrics
পরজীবী শহরের গান
POROJIBI SHOHORER GAAN LYRICS FROM Ladies & Gentlemen
- Presenting, Porojibi Shohorer Gaan Song Lyrics, Sung by Masha Islam and Lyrics penned by Mostofa Sarwar Farooki.While the music is composed by Pavel Areen.Porojibi Shohorer Gaan is a track from the Bengali webseries Ladies & Gentlemen, Directed by Mostofa Sarwar Farooki.



Credits - 
 - Singer : Masha Islam
 - Lyrics - Mostofa Sarwar Farooki
 - Music - Pavel Areen
 - Film - Ladies & Gentlemen (Web Series) 
 - Label : Zee5 (Zee Entertainment Enterprises) 
 - Release Date : Jul 3, 2021

Porojibi Shohorer Gaan Official Music Video


Porojibi Shohorer Gaan Lyrics Masha Islam Song

তুমি গাও,
ফুল পাখি লতাপাতা জল,
তুমি গাও,
নীল পাহাড়ে সাগর অতল। 

আমি গাই,
পরজীবী শহরের গান। 
আমি বাই, 
উজান স্রোতে সাম্পান। 

আমি যা দেখি,
তুমি তাই দেখো কি?
আমি যা শুনি,
তুমি তা, শোনো কি?

আমিতো বলিনা, 
গল্প কোনো,
ঠাকুরমার ঝুলি।

আমার পায়ে পায়ে 
চলে দেখেছো কি তুমি, 
তোমার গান আমার সুরে
গেয়েছো কি তুমি?

আনমনে, 
কোন ক্ষনে, 
গেয়ে দেখেছো কি তুমি?
][সমাপ্ত][ 

পরজীবী শহরের গান লিরিক্স 


কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.