Byabodhan (ব্যবধান) Lyrics - Madhuraa Bhattacharya | Chatbox (Shortfilm)
BYABODHAN SONG LYRICS BY MADHURAA BHATTACHARYA FROM CHATBOX
![]() |
ব্যবধান লিরিক্স |
Credits -
- Song : Byabodhan
- Singer : Madhuraa Bhattacharya
- Lyrics : Aviman Paul
- Music : Rupak Tiary
- Label : Tramline
- Release Date : Jun 26, 2021
BYABODHAN FULL SONG FROM CHATBOX
BYABODHAN SONG LYRICS
...
- মানুষকে না স্পর্শ করে কি ভালোবাসা যায়?
- আপাতত আমরা চ্যাটবক্সের মধ্যে আছি,
তবে হ্যা, মানুষকে না স্পর্শ করেও ভালোবাসা যায়।
...
দূরে থেকো,
যেও না দূরে সরে,
এখনও তোমার স্মৃতি
জড়িয়ে আছে।
তুমি আমি পেরুলে এই ব্যবধান,
ফুরালে নিশ্বাসে বিষ
ফিরবো কাছে।
ছুঁয়ে তোমায়
গোধূলি আকাশে,
ফিরবো আবার
রুপোলী আবেশে।
যা কিছু স্মৃতি সব সাজিয়ে রেখো,
এ ভাঙ্গা সময়ে আমারই থেকো।
দূরে থেকো,
যেও না দূরে সরে,
এখনও তোমার স্মৃতি
জড়িয়ে আছে।
তুমি আমি পেরুলে এই ব্যবধান,
ফুরালে নিশ্বাসে বিষ
ফিরবো কাছে।
তোমাকে বোঝানোর পাইনি অবকাশ,
আমি পারিনি সরাতে মেঘলা আকাশ।
মনেতে তোমারই কথার ভিড়,
হয়তো একলা পাখির হারনো সে নীড়।
ভালো থেকো কান্নার গভীরে,
দেখা হবে আগামীর ওপারে।
যা কিছু স্মৃতি সব সাজিয়ে রেখো,
এ ভাঙ্গা সময়ে আমারই থেকো।
দূরে থেকো,
যেও না দূরে সরে,
এখনও তোমার স্মৃতি
জড়িয়ে আছে।
তুমি আমি পেরুলে এই ব্যবধান,
ফুরালে নিশ্বাসে বিষ
ফিরবো কাছে।
][সমাপ্ত][
ব্যবধান গানের লিরিক্স
Dure Theko,
Jeo Na Dure Sore,
Ekhono tomar smriti,
Joriye Achhe.
Tumi Ami Perule Ei Bybodhan,
Furaley Niswase Bish,
Firbo Kache.
Chhuye Tomay,
Godhuli Akashey,
Firbo Abar,
Rupoli Abeshe.
Ja Kichu Smriti Sob Sajiye Rekho,
E Vanga Somoye Amari Theko.
Dure Theko,
Jeo Na Dure Sore,
Ekhono tomar smriti,
Joriye Achhe.
Tumi Ami Perule Ei Bybodhan,
Furaley Niswase Bish,
Firbo Kache.
Tomake Bojhanor Paini Obokash,
Ami Parini Sorate Meghla Akash.
Monete Tomari Kothar Vir,
Hoyto Ekla Pakhir Harano Shey Neer.
Valo Theko Kannar Gobhire,
Dekha hobe Agamir Opare.
Ja Kichu Smriti Sob Sajiye Rekho,
E Vanga Somoye Amari Theko.
Dure Theko,
Jeo Na Dure Sore,
Ekhono tomar smriti,
Joriye Achhe.
Tumi Ami Perule Ei Bybodhan,
Furaley Niswase Bish,
Firbo Kache.
][THE END][
what template you are using?
উত্তরমুছুনThanks for your query. We have rebuild the template for the website.
মুছুন